Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাংলা মাস অনুসারে টোটকার মাধ্যমে কর্মোন্নতি

বৈশাখ মাসে ইঞ্জিনিয়ার, সার্জেন, ধাতুশিল্পী, গহনা, যুদ্ধ সামগ্রী, বিমানচালক, পুলিশ বা সৈন্য বিভাগে কাজ এবং উচ্চপদস্থ কর্মচারী হওয়ার সম্ভাবনা থাকে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

বৈশাখ

ইঞ্জিনিয়ার, সার্জেন, ধাতুশিল্পী, গহনা, যুদ্ধ সামগ্রী, বিমানচালক, পুলিশ বা সৈন্য বিভাগে কাজ এবং উচ্চপদস্থ কর্মচারী হওয়ার সম্ভাবনা থাকে।

টোটকা—

তামার ঘটিতে জল পান করুন। মুখে এলাচ রাখুন। লাল রুমাল সঙ্গে রাখুন।

জৈষ্ঠ্য

আর্থিক পরামর্শদাতা, চিত্র পরিচালক, শিল্পী, খেলোয়াড়, সরকারি বা বেসরকারি কর্মচারী, গায়ক, কৃষক, বিজ্ঞাপন সংক্রান্ত কাজ ইত্যাদি হতে পারে।

টোটকা—

সাদা পোশাক ব্যবহার করুন। রূপোর গহনা ব্যবহার করুন। সাদা রুমাল ব্যবহার করুন।

আষাঢ়

বিক্রয় প্রতিনিধি, জনসংযোগ অধিকারিক, শিক্ষক, লেখক, অভিনেতা, বৈজ্ঞানিক, উকিল, পত্রিকার সম্পাদক, জ্যোতিষ, তান্ত্রিক ইত্যাদি।

টোটকা—

লাল বস্ত্র ব্যবহার করুন। লাল চন্দনের টিপ পরুন।

শ্রাবণ

জল জাতীয় পদার্থের ব্যবসাদার, ওষুধ ব্যবসায়ী, নৌ অফিসার, জামা কাপড়ের ব্যবসা, হোটেল ব্যবসায়ী, প্রসাধনী ব্যবসা ইত্যাদি।

টোটকা—

সবুজ পোশাক পরুন। স্টিলের বাসন ব্যবহার করুন।

ভাদ্র

উকিল, ইঞ্জিনিয়ার, চিকিত্সক, উকিল, মন্ত্রী, সরকারি কর্মচারী ইত্যাদি।

আরও পড়ুন: রাশি অনুযায়ী বিবাহে কী কী শুভ, কী কী অশুভ

টোটকা—

হলুদ পোশাক ব্যবহার করুন। লাল রুমাল পকেটে রাখুন।

আশ্বিন

সাংবাদিক, সম্পাদক, গুপ্তবিদ্যা বিশারদ, নার্স, হিসাব পরীক্ষক, আবিষ্কারক, কাপড় ব্যবসায়ী ইত্যাদি।

টোটকা—

সাদা পোশাক পরুন। রূপোর গহনা ব্যবহার করুন।

কার্তিক

অভিনেতা, নায়ক, ফ্যাশন ডিজাইনার, সিনেমা হলের মালিক, খেলোয়াড়, উকিল ইত্যাদি।

টোটকা—

গুগ্‌গুল দিয়ে সন্ধ্যাবেলা ধুনো জ্বালুন। রূপোর গহনা ব্যবহার করুন।

অগ্রহায়ণ

গল্প লেখক, পুলিশ, সেনা, কুস্তিগীর, চিকিত্সক, খেলোয়াড়, অভিনেতা, কেমিস্ট ইত্যাদি।

টোটকা—

লাল পোশাক ব্যবহার করুন। লাল চন্দন ও কেশরের টিপ পরুন।

পৌষ

শিক্ষক, অধ্যাপক, পত্রিকার সম্পাদক, জ্যোতিষ, চিত্র সংক্রান্ত কাজকর্ম, বড় ব্যবসায়ী, ইত্যাদি।

টোটকা—

হলুদ পোশাক ব্যবহার করুন। কাঁচা হলুদ পকেটে রাখুন।

মাঘ

মন্ত্রী, বিভাগীয় প্রধান, রাষ্ট্রপতি, ভূগোল বিশারদ, ইতিহাসবিদ, সরকারি কর্মচারী ইত্যাদি।

টোটকা—

নীল পোশাক ব্যবহার করুন। কালো জিনিস দান করুন।

ফাল্গুন

বৈজ্ঞানিক, আয়কর, উকিল, শিল্পপতি, উচ্চপদস্থ কর্মী, বেসরকারি কর্মচারী, হিসাব পরিক্ষক ইত্যাদি।

টোটকা—

কালো পোশাক ব্যবহার করুন। কম্বল দান করুন।

চৈত্র

ধর্মগুরু, পেট্রল পাম্পের মালিক, হাসপাতালের কর্মী, সন্ন্যাসী, সাধক, ভাগ্যবক্তা, রহস্যময় কাজে যুক্ত ইত্যাদি।

টোটকা—

হলুদ রং ব্যবহার করুন। ঘড়িতে কালো রঙের ব্যান্ড ব্যবহার করবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengali Month Rashi Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE