বৃশ্চিক রাশির শিশুদের স্বভাবগত বৈশিষ্ট্য

প্রথমেই বলব, বৃশ্চিক রাশির শিশুরা অতিরক্ত জেদি প্রকৃতির হয়। তারা যখন যেটা চাইবে তখনই সেই জিনিসটা নিয়ে ছাড়বে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

প্রথমেই বলব, বৃশ্চিক রাশির শিশুরা অতিরক্ত জেদি প্রকৃতির হয়। তারা যখন যেটা চাইবে তখনই সেই জিনিসটা নিয়ে ছাড়বে। যতক্ষণ মনের মতো জিনিস না পায় ততক্ষণ পর্যন্ত এদের জেদ কমে না। বেশির ভাগ ক্ষেত্রে বাচ্চারা যে কোনও বায়না তাড়াতাড়ি ভুলে যায়। কিন্তু বৃশ্চিক রাশির বাচ্চাদের ভোলানো খুব কঠিন। এরা একবার কাঁদতে শুরু করলে সহজে থামে না।

Advertisement

মনের দিক থেকে এরা একটু জটিল প্রকৃতির হয়। কোনও জিনিসকেই সহজ ভাবে দেখতে পারে না। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে জটিলতা অনেকটা কমে যায়। নিজের গোপন কথা সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে এরা খুব পটু হয়। অন্যের মনের গোপন কথা কী ভাবে জেনে নিতে হয় সে কায়দা ছোটবেলা থেকে ভাল ভাবে জানে।

আরও পড়ুন: তুলা রাশির শিশুদের স্বভাবগত বৈশিষ্ট্য

Advertisement

এরা ভীষণ বুদ্ধিমান হওয়ার সঙ্গে সঙ্গে সাহসীও হয়। এরা বড় হয়ে ভাল চিকিত্সক হতে পারে। পড়াশোনাতেও যথেষ্ট ভাল হয় এরা। যে কোনও কাজ এরা খুব স্টাইলের সঙ্গে করতে পছন্দ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement