Dhanteras

Dhanteras 2021: ধনতেরসের দিন কী করা উচিত, কী করা উচিত নয়

২ নভেম্বর, মঙ্গলবার ধনতেরস উৎসব। আমরা সকলেই জানি, এটি খুবই শুভ একটি দিন। এই দিন বিশেষ কিছু উপচার মানতে পারলে ভাগ্য খুলতে খুব বেশি সময় লাগবে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ০৮:০৪
Share:

প্রতীকী চিত্র।

২ নভেম্বর, মঙ্গলবার ধনতেরস উৎসব। আমরা সকলেই জানি, এটি খুবই শুভ একটি দিন। এই দিন বিশেষ কিছু উপচার মানতে পারলে ভাগ্য খুলতে খুব বেশি সময় লাগবে না। এই দিন কিছু জিনিস কেনা খুবই শুভ। আবার এমন কিছু জিনিস রয়েছে, যা একেবারেই কিনতে নেই। রাশি অনুযায়ী কী কিনলে বেশি শুভ ফল পাওয়া যাবে, তা জেনে নিন। সেই সঙ্গে জেনে নিন, সেই সব কাজ, যা এই দিন করতে নেই।

Advertisement

রাশি অনুযায়ী কোন কোন জিনিস কিনলে শুভ ফল পাওয়া যাবে

মেষ– সোনা, রুপো, বস্ত্র।

Advertisement

বৃষ– পিতলের জিনিস, রুপোর গহনা।

মিথু – সোনা ও রুপো।

কর্কট- জমি, চাল, চিনি এবং বস্ত্র।

সিংহ– ঘর সাজানোর জিনিস, সোনা।

কন্যা– ঘরের আসবাবপত্র, পান্না বা সবুজ রঙের কোনও বস্ত্র।

তুলা– সুগন্ধি যে কোনও জিনিস, হিরে এবং সোনার গহনা।

বৃশ্চিক– তামার জিনিস বা লাল কোনও জিনিস বা বস্ত্র, সোনা।

ধনু– হলুদ রঙের জামা, বাসন যে কোনও ধাতুর।

মকর– সোনা রুপোর গহনা, সিল্কের জামা-কাপড়।

কুম্ভ– চিনি, চাল, সোনা, রুপো, বৈদ্যুতিক সামগ্রী।

মীন– হলুদ রঙের রত্ন, সোনা, রুপো এবং হলুদ রঙের জিনিস।

ধনতেরসের দিন এই কাজগুলি একেবারেই করবেন না

০ এই দিন বাড়ি থেকে কাউকে নুন দেবেন না। এর ফলে গৃহলক্ষ্মী অন্যত্র চলে যান।

০ এই দিন কালো রঙের কোনও জিনিস কিনবেন না। এ ছাড়া ধারালো বা লোহার কোনও জিনিস কেনাও নিষিদ্ধ।

০ এই দিন কারোর কাছ থেকে টাকা ধার করবেন না এবং কাউকে ধার দেবেন না।

কেনাকাটা করার শুভ সময়— বিকেল ৫টা ৩৭ মিনিট থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন