২০১৯ সালে কন্যা রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। নতুন বছর শুরুর সময় রাশি অধিপতি চতুর্থে শনি ও রবি যুক্ত। তৃতীয় পতি সপ্তমে ও সপ্তম পতি তৃতীয়ে ক্ষেত্র বিনিময়ে যোগ যুক্ত থাকবে। অপর দিকে ধনপতি ও ভাগ্যপতির শুভ প্রভাবে বছরটি শুভাশুভ মিলিয়ে কাটবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। নতুন বছর শুরুর সময় রাশি অধিপতি চতুর্থে শনি ও রবি যুক্ত। তৃতীয় পতি সপ্তমে ও সপ্তম পতি তৃতীয়ে ক্ষেত্র বিনিময়ে যোগ যুক্ত থাকবে। অপর দিকে ধনপতি ও ভাগ্যপতির শুভ প্রভাবে বছরটি শুভাশুভ মিলিয়ে কাটবে।

Advertisement

কন্যা রাশি কী কী করবেন

কন্যা রাশির এ বছর পড়াশোনায় অধিক মনোযোগ লক্ষ্য করা যাবে। ফলে পড়াশোনার ফল খুব ভাল থাকবে।

Advertisement

যারা স্নাতকোত্তর, গবেষণামূলক কিছু করছেন, তাদের জন্য এ বছরটি খুব শুভ হবে।

অনেক দিন ধরে যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছেন বা ভাল কোনও কাজ পাচ্ছেন না, তাদের জন্য মার্চ মাসের পর থেকে নতুন কর্ম প্রাপ্তির সুযোগ আসতে চলেছে।

মিডিয়া, সেলস এবং ঋণ দেওয়া নেওয়া সংস্থার সঙ্গে যুক্তদের কর্ম প্রসার নিশ্চিত।

নতুন ব্যবসা শুরুর ইচ্ছা থাকলে করতে পারেন, তবে বছরের শুরুতে।

আরও পড়ুন: ২০১৯ সালে সিংহ রাশির জাতক-জাতিকারা কী করবেন এবং কী করবেন না

স্থায়ী বিবাহের কন্যা রাশির এ বছর খুব ভাল, এবং যারা বিবাহের জন্য কষ্ট পাচ্ছেন বা বার বার সম্বন্ধ হয়ে ভেঙে যাচ্ছে, প্রেম বিবাহে বাধা আসছে তাদের সমস্যা কেটে যাবে।

এ বছর কন্যা রাশির মনের বড় কোনও ইচ্ছা বা স্বপ্ন পূরণ হতে পারে।

আধ্যাত্মিকতার দিক থেকে যারা সরে গিয়েছিলেন, তারা পুনরায় আধ্যাত্মিকতায় মনোনিবেশ ঘটবে।

বাড়ি, গাড়ি করতে চাইলেই করতে পারেন ২০১৯ সালে।

যারা প্রচুর ঘুরতে ভালবাসেন, তারা এ বছর ভ্রমণ করতেই পারেন।

কন্যা রাশি কী কী করবেন না

পড়াশোনায় ভাল যোগ দেখা যাচ্ছে বলে অমনোযোগী হলে চলবে না।

শারীরিক দিকে একটু বেশি করে সচেতন না হলে আঘাত প্রাপ্তির যোগ আছে। খুব তাড়াতাড়ি কোনও কাজ করবেন না।

ধার দেওয়া বা নেওয়া কোনওটাই করবেন না।

বছরের মধ্যভাগে বন্ধুদের খুব বেশি বিশ্বাস করলে ঠকতে হতে পারে। এমনকি মান মর্যাদা নিয়ে টানাটানি পর্যন্ত হতে পারে।

অপরিচিত কারও সঙ্গে বেশি কথা বলবেন না।

বিঃ দ্রঃ- দৌড়ে ট্রেন, বাস ধরার চেষ্টা করবেন না। নিজের অতি গোপন কথা কাউকে বলবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement