ফলহারিণী অমাবস্যায় এই বিশেষ কাজগুলো করলে ভাগ্য ফিরতে পারে

ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা যদি মা কালীর পুজো করি, এবং তাঁর সঙ্গে বিশেষ কিছু কাজ করি, তা হলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ০০:৩৬
Share:

ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা যদি মা কালীর পুজো করি, এবং তাঁর সঙ্গে বিশেষ কিছু কাজ করি, তা হলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে। এই বিশেষ তিথিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি, তা হলে তাঁর আশীর্বাদ সর্বদা আমাদের ওপর থাকবে। তাই এই বিশেষ তিথিতে বাড়ির কাছাকাছি যে কোনও কালী মন্দিরে গিয়ে পুজো দিলে সৌভাগ্য, সুখ সমৃদ্ধি, মানসিক শান্তি সব দিক থেকেই শুভ ফল পাওয়া যাবে।

Advertisement

দেখে নিন ফলহারিণী অমাবস্যার দিন সেই বিশেষ কাজগুলো কী কী

১) এই ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গা না পেলে পুকুর বা যে কোনও জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে।

Advertisement

২) তারপর অমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে, ঠিক তখন থেকে মৌনী ব্রত শুরু করতে হবে। খুব দৃঢ় ভাবে বাকসংযমী হয়ে থাকতে হবে।

আরও পড়ুন : লোকনাথ বাবার পুজোর দিন এই কাজগুলি করে বাবার আশীর্বাদ পান ও বিপন্মুক্ত হন

৩) মৌনী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্য মতো যে কোনও একটি ফল এক বছরের জন্য দান করতে হবে। দান করা ফলটা এক বছর আর খাওয়া যাবে না।

৪) এই দিন অশ্বত্থ গাছের পুজো করতে হবে। অশ্বত্থ গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে। অশ্বত্থ গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র, মঙ্গলের দোষ থাকে, তা হলে কালো তিল, দুধ ও গঙ্গা জল সহকারে অশ্বত্থ গাছের পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়।

৫) এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজোও করতে হবে। নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে।

৬) এই দিন পুজো হয়ে যাওয়ার পর কোনও গরিব, দুঃস্থকে বস্ত্র ও খাবার দান করতে হবে।

৭) লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশোনার জিনিস দান করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement