Astrological Benefit of Loban

মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস লোবান! সেটি কী জানেন? জিনিসটির কার্যকারিতাই বা কী? ব্যবহারে কী হয়?

লোবান পুজো করার সময় ব্যবহার করলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়। বাড়িতে পজ়িটিভ শক্তির প্রবেশ ঘটে। জ্যোতিষশাস্ত্রে লোবান দিয়ে বিশেষ কিছু টোটকার কথা বলা রয়েছে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:০৯
Share:

—প্রতীকী ছবি।

প্রথমেই জানা প্রয়োজন লোবান কী? লোবান হল একটি বিশেষ ধরনের ধূপ, যা পুজোপাঠ করার সময় অনেকে ব্যবহার করে থাকেন। এগুলি ধুনোর আকৃতিতে পাওয়া যায়। আবার মোটা আকারের ধূপকাঠির মতো বানিয়েও বিক্রি করা হয়। এই ধূপের গন্ধ খুব সুন্দর হয়। লোবান পুজো করার সময় ব্যবহার করলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়। বাড়িতে পজ়িটিভ শক্তির প্রবেশ ঘটে। জ্যোতিষশাস্ত্রে লোবান দিয়ে বিশেষ কিছু টোটকার কথা বলা রয়েছে। সেগুলি পালন করলে ভাগ্যের উদয় হবে এবং পারিবারিক সুখ-শান্তি ভরে থাকবে।

Advertisement

টোটকা:

১) লোবান, কর্পূর, ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এর ধোঁয়া দিলে, বাড়ির উন্নতি কিছু দিনের মধ্যে চোখে পড়ার মতো হবে।

Advertisement

২) প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজীর মন্দিরে একটা মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ, সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায়।

৩) প্রতি পূর্ণিমায় ২১টি লবঙ্গ এবং কিছুটা লোবান নিয়ে মা লক্ষ্মীদেবীর সামনে জ্বেলে ধ্যান করলে দ্রুত আর্থিক উন্নতি হয়।

৪) মা দুর্গার পুজোয় লোবানের ব্যবহার করা আবশ্যিক। এটি মা দুর্গার অত্যন্ত পছন্দের একটি জিনিস।

৫) মনে করা হয় যে শনিদেবেরও খুব প্রিয় লোবান। তাই প্রতি শনিবার সন্ধ্যাবেলা শনিমন্দিরে গিয়ে লোবান জ্বালুন। এতে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন।

৬) লোবান জ্বাললে বাড়ির সদস্যদের মনঃসংযোগ বৃদ্ধি পায় এবং কাজে মন বসে।

৭) বাড়িতে কোনও সদস্য যদি দীর্ঘ দিন ধরে অসুখে ভোগেন তা হলে প্রতি সন্ধ্যাবেলা বাড়িতে লোবান জ্বালুন।

৮) শুক্র এবং শনি গ্রহের প্রতিকূল প্রভাব থেকে বাঁচতে লোবানের ব্যবহার অত্যন্ত জরুরি।

৯) বাড়ির পরিবেশকে দোষমুক্ত রাখতে লোবান খুবই কার্যকরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement