Astrological Significance of Rose

শুধু ঘর সাজাতেই নয়, ছন্নছাড়া জীবন সাজাতেও গোলাপ অতুলনীয়! স্রেফ করতে হবে পাঁচ টোটকা

গোলাপফুল দিয়ে করা কিছু টোটকা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। জেনে নিন সেই টোটকাগুলি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩১
Share:

—প্রতীকী ছবি।

গোলাপ অতি সুন্দর একটা ফুল। এই ফুলের রূপ এবং গন্ধ সর্বদাই আমাদের মুগ্ধ করে এসেছে। পুজো থেকে শুরু করে ঘর এবং নিজেদের সাজানো, সব কাজেই এই ফুলের জুড়ি মেলা ভার। মাতা লক্ষ্মীদেবী এবং হনুমানজির প্রিয় ফুল গোলাপ। এ ছাড়া জ্যোতিষশাস্ত্রেও এই ফুলের নানা ভাবে উল্লেখ রয়েছে। গোলাপফুল দিয়ে করা কিছু টোটকা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। জেনে নিন সেই টোটকাগুলি।

Advertisement

টোটকা:

১) প্রতি দিন সকাল অথবা সন্ধ্যাবেলায় কর্পূরের সঙ্গে গোলাপের পাপড়ি জ্বালান। এই কাজটি করলে লক্ষ্মীদেবী প্রসন্ন হন।

Advertisement

২) যদি জীবনে কোনও কাজ করতে গিয়ে বাধা আসে, তা হলে প্রবাহিত জলে পর পর পাঁচটা পূর্ণিমায় তিনটে করে গোলাপ ভাসিয়ে দিন। জলে ভাসানোর আগে গোলাপের উপর সামান্য মধু এবং লাল চন্দন মাখিয়ে নিন।

৩) অতিরিক্ত ঋণের সমস্যায় ভুগছেন? চারটে গোলাপে সাদা চন্দন মাখিয়ে একটা সাদা কাপড়ের চার কোণে রেখে বেঁধে নিন। তার পর সেটিকে জলে ভাসিয়ে দিন।

৪) দীর্ঘ দিনের মনের ইচ্ছা পূরণ না হলে পর পর ১১টা মঙ্গলবার ১১টা করে গোলাপ হনুমানজির মন্দিরে অর্পণ করুন।

৫) টাকাপয়সার যদি খুবই সমস্যা থাকে, তা হলে একটা লাল কাপড়ে তিনটে লাল গোলাপ, লাল চন্দন এবং লাল সিঁদুর একসঙ্গে বেঁধে মা লক্ষ্মীদেবীর চরণে এক সপ্তাহের জন্য রেখে দিন। এক সপ্তাহ পর ওই জিনিসগুলো টাকা রাখার জায়গায় রেখে দিন। অর্থসমস্যা থেকে মুক্তি পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement