গ্রহের প্রকোপে চাকরিতে উন্নতি হচ্ছে না? মেনে চলুন এই নিয়মগুলো

রাশিভেদে আমাদের কর্ম জীবন নির্ধারিত হয়। অনেক মানুষ আছেন, যাঁদের প্রচুর প্রতিকূলতা পেরিয়ে কর্ম জীবনে উন্নতি করতে হয়। আবার অনেকে অতি সহজে কর্মে সাফল্য পেয়ে যান। জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যের ওপরেই নির্ভর করে মানুষের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ০০:০৫
Share:

রাশিভেদে আমাদের কর্ম জীবন নির্ধারিত হয়। অনেক মানুষ আছেন, যাঁদের প্রচুর প্রতিকূলতা পেরিয়ে কর্ম জীবনে উন্নতি করতে হয়। আবার অনেকে অতি সহজে কর্মে সাফল্য পেয়ে যান। জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যের ওপরেই নির্ভর করে মানুষের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি। চাকরি নিয়ে সমস্যা মানুষের জীবনে যেমন রয়েছে, ঠিক তেমন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর কিছু প্রতিকারও রয়েছে। ঘরোয়া কিছু টোটকার মাধ্যমে চাকরিতে উন্নতি করা সম্ভব।

Advertisement

দেখে নিন প্রতিকারগুলো কী কী—

• যদি কোনও ভাবে শুক্র গ্রহের কারণে চাকরিতে সমস্যা আসে, তা হলে কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে তবেই বাড়ির বাইরে যান। এতে অনেকটা শুভ ফল পাওয়া যাবে।

Advertisement

• যদি কোনও ভাবে বৃহস্পতির কারণে চাকরিতে সমস্যা আসে, তা হলে গরুকে কিছু খাওয়ান, গ্রহের প্রকোপ কেটে যাবে।

আরও পড়ুন: অর্থের লাভদায়ক ফল পেতে সপ্তাহের কোন দিন কোন কাজ করবেন

• যদি কোনও ভাবে রাহুর কারণে চাকরির উন্নতিতে বাধা আসে, তা হলে আটার তৈরি কোনও জিনিস মাছকে খাওয়ান। এতে রাহুর দোষ থেকে মুক্তি পাওয়া যায়।

• যদি কেতু গ্রহের জন্য চাকরিতে বাধা আসে, তা হলে কালো কুকুরকে কিছু খাবার খাওয়ালে গ্রহ দোষ অনেকটা কমে যায়।

• যদি শনি গ্রহের প্রকোপে চাকরির উন্নতিতে বাধা আসে, তা হলে দুঃস্থ মানুষকে কিছু জিনিস দান করুন।

• যদি চন্দ্রের প্রকোপে চাকরিতে বাধা আসে, তা হলে প্রতিদিন দুধ আর গঙ্গা জল শিবলিঙ্গের মাথায় ঢালতে হবে।

• যদি বুধ গ্রহের জন্য চাকরিতে বাধার সৃষ্টি হয়, তা হলে সাধ্যমতো রূপোর যে কোনও গয়না কাউকে দান করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন