Astrological Tips

মনের ইচ্ছা পূরণে বার বার বাধা আসছে? যে কোনও শনিবার একটা সহজ টোটকা পালন করুন

অনেক সময় আবার আমাদের অনেক ইচ্ছা পূরণ হয় না। বহু চেষ্টা করেও আমরা বার বার সেই ইচ্ছা পূরণে ব্যর্থ হই। সেই ক্ষেত্রে যদি শনিবার একটি সহজ টোটকা পালন করা যায়, তা হলে মনের ইচ্ছা সহজেই পূরণ করা যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১২:৫০
Share:

—প্রতীকী ছবি।

আমাদের সকলের মনেই নানা ইচ্ছা থাকে। ইচ্ছার কোনও শেষ নেই। একটা ইচ্ছা যদি কোনও রকম ভাবে পূরণ হয়ে যায়, তা হলে আবার একটা নতুন ইচ্ছা জন্ম নেয়। অনেক সময় আবার আমাদের অনেক ইচ্ছা পূরণ হয় না। বহু চেষ্টা করেও আমরা বার বার সেই ইচ্ছা পূরণে ব্যর্থ হই। সেই ক্ষেত্রে যদি শনিবার একটি সহজ টোটকা পালন করা যায়, তা হলে মনের ইচ্ছা সহজেই পূরণ করা যায়।

Advertisement

দেখে নেব শনিবার কোন টোটকা করলে মনের ইচ্ছা দ্রুত পূরণ হয়:

শনিবার দিন সন্ধ্যাবেলা রাতের খাবার রান্না হয়ে যাওয়ার পর গ্যাস অভেন ভাল করে ধুয়েমুছে পরিষ্কার করে নিন। গ্যাস অভেনের উপরে তিনটে লাল সিঁদুরের ফোঁটা লাগান। তার পর একটা ছোট পাত্রে কিছুটা কর্পূর নিয়ে গ্যাস অভেনের উপর রেখে জ্বালিয়ে দিন। তার পর একটা তেজপাতার উপর নিজের মনের ইচ্ছা লিখে ওই জ্বলন্ত কর্পূরের মধ্যে দিয়ে দিন। তেজপাতাটি যখন জ্বলবে, তখনও নিজের ইচ্ছা মনে মনে ১১ বার বলতে হবে। এই কাজটি হয়ে যাওয়ার পর যে সব জিনিস ব্যবহার করা হল, সেইগুলো নিয়ে রবিবার সকালে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন।

Advertisement

এই টোটকা যে কোনও শনিবার করা যেতে পারে। এই টোটকাটা করলে কিছু দিনের মধ্যে মনের যে কোনও ইচ্ছা পূরণ হবে। যে হেতু এখন প্রায় সব রান্নাঘরেই গ্যাসের ব্যবহার করা হয়, তাই এই টোটকা করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement