আপনার হাতের রেখায় ‘X’ চিহ্ন রয়েছে? তা হলে কিন্তু…

আমাদের সবার হাতেই রেখার আঁকিবুঁকি কাটা থাকে এবং তার থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ জানতে পারি। আর এই রেখার আঁকিবুঁকির মাধ্যমেই হস্তরেখাবিদরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০০:০৫
Share:

হাতের রেখা যে আমাদের সম্পর্কে অনেক কিছু তথ্য জানাতে পারে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। জ্যোতিষশাস্ত্রে সে সম্পর্কে খুব ভাল ভাবেই বলা আছে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই হাতের রেখার বিষয়ে আমরা স্পষ্ট জানতে পারি।
আমাদের সবার হাতেই রেখার আঁকিবুঁকি কাটা থাকে এবং তার থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ জানতে পারি। আর এই রেখার আঁকিবুঁকির মাধ্যমেই হস্তরেখাবিদরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারেন।

Advertisement

আরও পড়ুন:রবিরেখা ভগ্ন বা ছেদ থাকলে কী হয়

হাতের রেখায় ‘X’ চিহ্ন থাকলে তাঁর ভাগ্য সব সময় তুঙ্গে থাকে। তিনি জীবনে কোনও না কোনও বিষয়ে সুনাম অর্জন করতে পারেন। গবেষণায় জানা গিয়েছে যে, বিশ্বে মাত্র ৩০ শতাংশ মানুষের হাতে এই চিহ্ন রয়েছে।
‘X’ চিহ্ন থাকার উপকারিতা—
• এই চিহ্ন হাতে থাকলে তাঁরা যেমন মানুষের কাছে সুনাম অর্জন করতে পারেন, একই সঙ্গে এঁরা খুব তাড়াতাড়ি মানুষের প্রিয় জন হয়ে উঠতে পারেন।
• এই চিহ্ন হাতে থাকা মানুষ সমাজে নিজেকে ভীষণ ভাবে প্রতিষ্ঠিত করতে পারেন। এঁদের মহান কাজের জন্য সকলে এঁদের চিরকাল মনে রাখেন।
• এই সকল মানুষদের ইন্দ্রিয় অত্যন্ত সজাগ হয়। এঁদের বুদ্ধিমত্তা দেখার মতো হয়।
• ‘X’ চিহ্ন হাতের রেখায় থাকলে জাতক প্রচুর ধন-সম্পত্তির মালিক হন।
• এই ধরনের মানুষদের এনার্জি খুব বেশি হয়।
• এঁদের সামনে যদি কেউ মিথ্যাচার করে, তা হলে এঁরা খুব সহজেই তা ধরে ফেলতে পারেন। কেউ যদি এঁদের ওপর কোনও অন্যায় করেন, তা হলে এঁরা কোনও দিন তাঁদের ক্ষমা করতে পারেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement