Past Life

পূর্ব জীবনে কোথায় জন্ম হয়েছিল, জেনে নিন এই ভাবে

জ্যোতিষ গ্রন্থ ‘ফলদীপিকা’ থেকে জানা যায়, পূর্ব জীবনে আমাদের বাসস্থান কোথায় ছিল। নবমপতির অবস্থানের উপর এই ফলাদেশ করা হয়েছে

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

জ্যোতিষ গ্রন্থ ‘ফলদীপিকা’ থেকে জানা যায়, পূর্ব জীবনে আমাদের বাসস্থান কোথায় ছিল। নবমপতির অবস্থানের উপর এই ফলাদেশ করা হয়েছে-

Advertisement

(১) জন্মকুণ্ডলীতে যদি নবমপতি উচ্চস্থ অবস্থায় থাকে, তা হলে পূর্বজীবনে খুব উচ্চবিত্ত পরিবারে শিক্ষা, সংস্কৃতিপূর্ণ পরিবেশে জন্ম হয়েছিল।

(২) জন্মকুণ্ডলীতে নবম পতি যদি নীচস্থ বা শত্রু গৃহে অবস্থান করে, তা হলে পূর্ব জীবনে ভিন্ন দেশে জন্ম হয়েছিল।

Advertisement

(৩) জন্মছকে নবমপতি যদি স্বস্থানে বা মিত্র গৃহে অবস্থান করে, তা হলে বোঝায় পূর্ব জীবনে দেশের ভিতর অন্য কোথাও জন্ম হয়েছিল।

(৪) জন্মছকে নবমপতি যদি বৃহস্পতি হয়, তা হলে জাতক/জাতিকা পূর্ব জীবনে হিমালয় ও বিন্ধ্যপর্বতের মাঝে যে অঞ্চল আছে, সেখানে জন্ম হয়েছিল।

(৫) জন্মকুণ্ডলীতে নবমপতি যদি চন্দ্র বা শুক্র হয়ে থাকে, তবে জাতক/জাতিকার পূর্ব জীবনে জন্ম হয়েছিল ভারতের শাস্ত্র বর্ণিত কোনও পবিত্র নদীর উপকূলে, যেমন গঙ্গা বা কাবেরী।

আরও পড়ুন: এই যোগ থাকলে নারীর দ্বারা প্রতারিত হতে পারেন, কী করবেন জেনে নিন

(৬) জন্মকুণ্ডলীতে নবমপতি যদি বুধ হয়ে থাকে, তবে জাতক/জাতিকার পূর্বজীবনে জন্ম হয়েছিল কোনও পবিত্র দেবভূমিতে। এখানে দেবভূমি মানে বৃন্দাবন বা হরিদ্বার বা হৃষীকেশ এই রকম স্থান বোঝায়।

(৭) যদি এই ভাবে কারও নবমপতি শনি হয়ে থাকে, তবে সেই জাতক/জাতিকার পূর্বজীবনে জন্ম হয়েছিল পাশ্চাত্যের কোনও দেশে বা আফগানিস্তানের পশ্চিমে।

(৮) এই রকম ভাবে কারও নবমপতি যদি রবি হয়ে থাকে, সেই জাতক/জাতিকার পূর্বজীবনে জন্ম হয়েছিল প্রান্তরে বা কোনও বনাঞ্চলে বা কোনও পার্বত্য অঞ্চলে।

(৯) কারও নবমপতি যদি মঙ্গল হয়ে থাকে, সেই জাতক/জাতিকার জন্ম হয়েছিল পরিত্যক্ত কোনও জনপদে বা সেই রকম কোনও স্থানে, যেখানে জীবনধারণ বেশ কষ্টকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন