সূর্যের রাশি পরিবর্তনের সময় ভয়ঙ্কর এই ১৩ ঘণ্টা কোনও শুভ কাজ করা উচিত নয়

সূর্য (রবি) জ্যোতিষ শাস্ত্র মতে ক্রূর গ্রহ। কোনও গ্রহ রবির নিকটবর্তী হলে (রবির সংস্পর্শে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে অবস্থান করলে) সেই গ্রহের পূর্ণ ফল দানের ক্ষমতা সাময়িক ভাবে কমে যায় (নির্দিষ্ট ডিগ্রি অতিক্রম করলে সাভাবিক ফল দানের ক্ষমতা ফিরে পায়)।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ০৭:৫৪
Share:

প্রতীকী চিত্র।

সূর্য (রবি) জ্যোতিষ শাস্ত্র মতে ক্রূর গ্রহ। কোনও গ্রহ রবির নিকটবর্তী হলে (রবির সংস্পর্শে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে অবস্থান করলে) সেই গ্রহের পূর্ণ ফল দানের ক্ষমতা সাময়িক ভাবে কমে যায় (নির্দিষ্ট ডিগ্রি অতিক্রম করলে সাভাবিক ফল দানের ক্ষমতা ফিরে পায়)। রাশিচক্রের ১২টি রাশির প্রত্যেক রাশিতে রবি এক মাস (৩০ দিন) অবস্থান করে। প্রত্যেক রাশি ৩০ ডিগ্রি।

Advertisement

সূর্য এক রাশি ৩০ দিনে অতিক্রম করার অর্থ প্রত্যেক দিন ১ ডিগ্রি অতিক্রম করা। বাংলা মাস অনুযায়ী বছরের প্রথম মাস বৈশাখে সূর্য (রবি) মেষ রাশিতে অবস্থান করে। পরবর্তী মাস জ্যৈষ্ঠে বৃষ রাশিতে। আষাঢ় মাসে মিথুন রাশিতে। শ্রাবণ মাসে কর্কট রাশিতে। ভাদ্র মাসে সিংহ রাশিতে। আশ্বিন মাসে কন্যা রাশিতে। কার্তিক মাসে তুলা রাশিতে। অগ্রহায়ণ মাসে বৃশ্চিক রাশিতে। পৌষ মাসে ধনু রাশিতে। মাঘ মাসে মকর রাশিতে। ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে। এই ভাবে বাংলা বছরের শেষ মাস চৈত্রে সূর্য (রবি) মীন রাশিতে অবস্থান করে।

সূর্যের রাশি পরিবর্তনের তিথিকে সংক্রান্তি বলে। শাস্ত্রমতে সংক্রান্তির সময় বা কোন রাশির শেষ ২ ডিগ্রি এবং পরবর্তী রাশির প্রথম ২ ডিগ্রি সময়কাল অশুভ মুহূর্ত। অর্থাৎ কোনও রাশিতে সূর্যের অবস্থান ২৮ ডিগ্রি থেকে পরবর্তী রাশির ২ ডিগ্রি সময়কাল অশুভ। এই সময়ে শুভ কাজ এড়িয়ে যাওয়া উচিত।

Advertisement

বিশেষ অশুভ সময় বলা হয় রাশি পরিবর্তনের আগের সাড়ে ছ’ঘণ্টা এবং পরিবর্তনের পর সাড়ে ছ’ঘণ্টা। এই ১৩ ঘণ্টা বিশেষ ভাবে শুভ কাজ থেকে বিরত থাকা উচিত। বিশেষত নতুন কোনও শুভ কাজ শুরু করা থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন