বিশুদ্ধ ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে মহাষ্টমীর নির্ঘণ্ট ও সময়সূচি

দেখে নেওয়া যাক মহাষ্টমীর নির্ঘণ্ট ও সময়সূচি

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০১:১৪
Share:

অষ্টমী পুজো একটি বিশেষ পুজো। এই দিন ভক্তরা শুদ্ধবস্ত্রে স্নান সেরে সকাল থেকে পুজো দিতে ব্যস্ত থাকেন। এরা নাম-গোত্র সহ পুজো ও পুস্পাঞ্জলি দিয়ে মনষ্কামনা জানিয়ে নিজ গৃহে ফিরে যায়। চণ্ডীপাঠ চলতে থাকে। সন্ধ্যায় আরতি হয় এবং পঞ্জিকার নিয়মানুযায়ী সন্ধিপুজো শুরু হয়। এতে একশো আট প্রদীপ জ্বালিয়ে দিতে হয়।

Advertisement

এখন দেখে নেওয়া যাক মহাষ্টমীর নির্ঘণ্ট ও সময়সূচি-

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

Advertisement

৩০ আশ্বিন (ভাঃ ২৫ আশ্বিন), ইং ১৭ অক্টোবর, ২০১৮, বুধবার—অষ্টমী দিবা ঘ ১২/৫০। শ্রীশ্রীদুর্গা মহাষ্টমী। পূর্বাহ্ন ঘ ৯/২৭ মধ্যে কিন্তু কালবেলানুরোধে ঘ৮/৩০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টম্যাদি কল্পারম্ভ(পঞ্চম কল্প) ও কেবল মহাষ্টমী কল্পে (ষষ্ঠ কল্প) পূজা প্রশস্তা। মহাষ্টমী ও বীরাষ্টমীর ব্রতোপবাস। আরতি ও পুস্পাঞ্জলি। সন্ধ্যায় সন্ধ্যারতি। কুমারী পূজা। দিবা ঘ১২/২৬ গতে সন্ধিপূজারম্ভ, দিবা ঘ ১২/৫০ গতে বলিদান, দিবা ঘ ১/১৪ মধ্যে সন্ধিপূজা সমাপন।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে সময়সূচি-

৩০ আশ্বিন (ভাঃ ২৫ আশ্বিন), ইং ১৭ অক্টোবর, বুধবার—

সূর্যোদয় ঘ ৫/৩৭/৬ সেকেন্ড, সূর্যাস্ত ঘ ৫/৬/৪৭ সেকেন্ড। পূর্বাহ্ন ঘ ৯/২৭/০ সেকেন্ড।

মহাষ্টমী ঘ ১২/২৫/৪৫ সেকেন্ড পর্যন্ত। পূর্বাহ্ন মধ্যে কিন্তু কালবেলানুরোধে ঘ ৮/২৯/৩১ সেকেন্ড মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা (অত্রকৃত্যে কালবেলানুরোধে নিরবকাশে ন বহু সন্মত)। পূর্বাহ্ন মধ্যে বীরাষ্টমীব্রত ও মহাষ্টমীর ব্রতোপবাস। ঘ ১২/১/৪৫ থেকে ১২/৪৯/৪৫ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা।

ঘ ১২/১/৪৫ সেকেন্ড থেকে সন্ধিপূজারম্ভ। ঘ ১২/২৫/৪৫ সেকেন্ড থেকে বলিদান।

ঘ ১২/৪৯/৪৫ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা সমাপন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন