Durga Puja 2022

কটার সময়ে শুরু হবে ষষ্ঠীর পুজো? কখন দেবেন অষ্টমীর অঞ্জলী? দেখে নিন নির্ঘণ্ট

দুর্গাপুজোর নির্ঘণ্ট। অষ্টমী অঞ্জলী কখন? কখন সন্ধীপুজো। জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১১:০২
Share:

শ্রী শ্রী দুর্গাদেবীর গজে আগমন। ছবি: সংগৃহীত

শ্রী শ্রী দুর্গাদেবীর গজে আগমন, ফল– গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা।

Advertisement

শ্রী শ্রী দুর্গাদেবীর নৌকায় গমন, ফল নৌকায়াং শস্যবৃদ্ধি জলবৃদ্ধিশ্চ।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

Advertisement

মহালয়া– ৮ আশ্বিন, ২৫ সেপ্টেম্বর রবিবার।

অমাবস্যা তিথি আরাম্ভ

বাংলা– ৭ আশ্বিন, শনিবার।

ইংরেজি– ২৪ সেপ্টেম্বর, শনিবার।

সময়– রাত্রি ঘটিকা ৩টে ১৪ মিনিট।

অমাবস্যা তিথি শেষ

বাংলা– ৮ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ২৫ সেপ্টেম্বর, রবিবার।

সময়– রাত্রি ঘটিকা ৩ টে ২৫ মিনিট।

মহালয়া পার্বণ শ্রাদ্ধম। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা।

পঞ্চমী—

পঞ্চমী তিথি আরম্ভ—

বাংলা– ১২ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

সময়– রাত্রি ঘটিকা ১২টা ১০ মিনিট।

পঞ্চমী তিথি শেষ—

বাংলার– ১৩ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি– ৩০ সেপ্টেম্বর, শুক্রবার।

সময়– রাত্রি ১০ টা ৩৫ মিনিট।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর পঞ্চমী বিহিত পূজা।

ষষ্ঠী—

ষষ্ঠী তিথি আরম্ভ—

বাংলা– ১৩ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি– ৩০ সেপ্টেম্বর , শুক্রবার।

সময়– রাত্রি ঘটিকা ১০টা ৩৮ মিনিট ৯ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ—

বাংলা– ১৪ আশ্বিন শনিবার।

ইংরেজি– ১ অক্টোবর, শনিবার।

সময়– রাত্রি ঘটিকা ৮টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রসস্তা।

সপ্তমী—

সপ্তমী তিথি আরম্ভ—

বাংলা– ১৪ আশ্বিন, শনিবার।

ইংরেজি– ১ অক্টোবর, শনিবার।

সময়– রাত্রি ঘটিকা ৮টা ৩৫ মিনিট ৫১ সেকেন্ড।

সপ্তমী তিথি শেষ—

বাংলা– ১৫ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ২ অক্টোবর, রবিবার।

সময়– রাত্রি ঘটিকা ৬টা ২১ মিনিট ২৬ সেকেন্ড।

শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রসস্তা।

অষ্টমী—

অষ্টমী তিথি আরম্ভ—

বাংলা– ১৫ আশ্বিন, রবিবার।

ইংরেজি– ২ অক্টোবর, রবিবার।

সময়– রাত্রি ঘটিকা ৬টা ২১ মিনিট ২৭ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ—

বাংলা– ১৬ আশ্বিন, সোমবার।

ইংরেজি– ৩ অক্টোবর, সোমবার।

সময়– ঘটিকা ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ২৮ সেকেন্ড মধ্যে কিন্তু কাল বেলানুরোধে ৬টা ৫৯ মিনিট ৪৫ সেকেন্ড মধ্যে পুন ঘটিকা ৮টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড হইতে পূর্বাহ্ণ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রসস্তা।

সন্ধি পূজা

ঘ ৩ টে ৩৫ মিনিট ১ সেকেন্ড থেকে অপরাহ্ণ ঘ ৪ টে ২৩ মিনিট ১ সেকেন্ড মধ্যে সন্ধিপূজা।

ঘ ৩ টে ৩৫ মিনিট ১ সেকেন্ড থেকে সন্ধিপুজারম্ভ। ঘ ৩ টে ৫৯ মিনিট ১ সেকেন্ড থেকে বলিদান। অপরাহ্ণ ঘ ৪ টে ২৩ মিনিট ১ সেকেন্ড মধ্যে সন্ধিপুজা সমাপন।

নবমী—

নবমী তিথি আরম্ভ—

বাংলা– ১৬ আশ্বিন, সোমবার।

ইংরেজি– ৩ অক্টোবর, সোমবার।

সময়– ঘ ৩ টে ৫৯ মিনিট ২ সেকেন্ড।

নবমী তিথি শেষ—

বাংলা– ১৭ আশ্বিন, মঙ্গলবার।

ইংরেজি– ৪ অক্টোবর, মঙ্গলবার।

সময়– ঘ ১টা ৩৩ মিনিট ৩ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ২৪ সেকেন্ড মধ্যে কিন্তু বারবেলানুরধে ঘ ৬টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড মধ্যে পুন ঘ ৮ টা ২৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে পূর্বাহ্ণ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রসস্তা এবং দেবীর নবরাত্রিকা ব্রত সমাপ্ত।

দশমী—

দশমী তিথি আরম্ভ—

বাংলা– ১৭ আশ্বিন, মঙ্গলবার।

ইংরেজি– ৪ অক্টোবর, মঙ্গলবার।

সময়– ঘ ১ টা ৩৩ মিনিট ৪ সেকেন্ড।

দশমী তিথি শেষ—

বাংলা– ১৮ আশ্বিন, বুধবার।

ইংরেজি- ৫ অক্টোবর, বুধবার।

সময়– ঘ ১১ টা ৯ মিনিট ৫২ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ২৭ মিনিট ২০ সেকেন্ড মধ্যে দ্ব্যাত্মক চরলগ্নে ও চর নবাংশে কিন্তু বারবেলানুরোধে ৮টা ২৮ মিনিট ২৯ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিতপূজা সমাপনান্তে বিসর্জন প্রসস্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন