মিথুন লগ্নের জাতক-জাতিকার উন্নতিতে দশম ভাবের প্রভাব

মিথুন লগ্নে দশমপতি বৃহস্পতি, লগ্নপতি বুধ এবং পঞ্চমপতি শুক্র যদি দশম স্থানকে প্রভাবিত করে, তবে তা জাতকের জীবনে পূর্ণ প্রতিষ্ঠা দান করে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০০:০০
Share:

আপনার জন্মলগ্ন যদি মিথুন হয়ে থাকে তবে দেখে নিন আপনার জন্মকুণ্ডলীর দশম ভাবের প্রভাব কতটা পাচ্ছেন-

Advertisement

মিথুন লগ্নে দশমপতি বৃহস্পতি, লগ্নপতি বুধ এবং পঞ্চমপতি শুক্র যদি দশম স্থানকে প্রভাবিত করে, তবে তা জাতকের জীবনে পূর্ণ প্রতিষ্ঠা দান করে। উদাহরণ স্বরূপ ভূতপূর্ব প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের কোষ্ঠীতে দশমপতি উচ্চস্থ হয়ে নিজের নবম দৃষ্টি দিয়ে দশম স্থানকে দেখছে এবং একই সঙ্গে দশম পতির উপর নবম পতি শনির দৃষ্টি পড়ায় শনি উচ্চস্থ হওয়ায় তাঁর জীবনে অনেক সাফল্য এসেছিল।

যদি মিথুন লগ্নে জাতকের কোষ্ঠীতে যোগকরী গ্রহরাজ শুক্র দশম স্থানে উচ্চস্থ হয় এবং একই সঙ্গে দশম পতি বৃহস্পতি ও নবম পতি শনি শক্তিশালী হয় তবে জাতক রাজনীতিবিদ হতে পারে। কুমারী জয়ললিতার কোষ্ঠীতে এই রূপ দেখা যায়।

Advertisement

আরও পড়ুন: মেষ রাশির জাতক-জাতিকার ফাঁড়া দূরীকরণের উপায়

যদি মিথুন লগ্নে জাতকের সপ্তম স্থানে শুক্র এবং বুধ তথা দশম পতি বৃহস্পতির নবম পতি শনি অনুকূলে থাকে তবে ঐ যোগও অত্যন্ত সম্মান প্রদায়ক হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন