তুলা লগ্নের মাঙ্গলিক দোষ ও তার সাধারণ প্রতিকার

শাস্ত্র মতে যে ব্যক্তির কুষ্টিতে মঙ্গলের অবস্থান ঠিক থাকে না, তাঁদের মূলত মাঙ্গলিক বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হল, বুঝবেন কী ভাবে যে আপনি মাঙ্গলিক কি না? যদি দেখেন মঙ্গল রযেছে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্ঠম অথবা দ্বাদশ ঘরে, তা হলে জানবেন আপনি মঙ্গল দোষের শিকার। যাঁদের সপ্তম ঘরে মঙ্গল এবং শনি উভয়ই অবস্থান করে, তাঁদের তো বেশি চিন্তার বিষয়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০০:০৫
Share:

শাস্ত্র মতে যে ব্যক্তির কুষ্টিতে মঙ্গলের অবস্থান ঠিক থাকে না, তাঁদের মূলত মাঙ্গলিক বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হল, বুঝবেন কী ভাবে যে আপনি মাঙ্গলিক কি না? যদি দেখেন মঙ্গল রযেছে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্ঠম অথবা দ্বাদশ ঘরে, তা হলে জানবেন আপনি মঙ্গল দোষের শিকার। যাঁদের সপ্তম ঘরে মঙ্গল এবং শনি উভয়ই অবস্থান করে, তাঁদের তো বেশি চিন্তার বিষয়।

Advertisement

এই মঙ্গল যদি তুলা লগ্নের ক্ষেত্রে উল্লেখিত স্থানে স্থিত হয়ে থাকে, তবে আসুন জেনে নেওয়া যাক মঙ্গলের অবস্থানের কী রকম ফল আপনি পেতে পারেন:

প্রথম ঘর অর্থাৎ তুলায় যদি মঙ্গল স্থিত হয়, তবে জাতক সৌভাগ্যবান, ধনী ও স্ত্রী সুখে সুখী হন। ব্যবসায়ে লাভবান হন ও সবাই সম্মান করেন।

Advertisement

চতুর্থ ঘর অর্থাৎ মকরে মঙ্গল স্থিত হলে জাতকের ভাগ্যবান হন। কারণ মঙ্গল মকরে উচ্চস্থ। তাই জাতক স্ত্রীসুখী, ধনী ও সম্মাননীয় হয়।

সপ্তম ঘর অর্থাৎ মেষে মঙ্গল থাকলে জাতক ধনী ও বিলাস প্রিয় হয়। কিন্তু স্ত্রীর দিক থেকে সুখী হন না।

আরও পড়ুন: বৃশ্চিক লগ্নের মাঙ্গলিক দোষ ও তার সাধারণ প্রতিকার

অষ্টম ঘর অর্থাৎ বৃষে মঙ্গল স্থিত হলে জাতক শত্রুদের উপর নিজের প্রভাব বিস্তার করে। স্ত্রীসুখ ও পারিবারিক শান্তি পান না।

দ্বাদশে অর্থাৎ কন্যায় ব্যবসায়ে ক্ষতি হয়। তবে জাতক সাহসী ও পরিশ্রমী হন। কঠিন পরিশ্রমের দ্বারা রোজগার করলেও সঞ্চয় হয় না।

তুলা লগ্নের মাঙ্গলিক দোষের কয়েকটি সাধারণ প্রতিকার জেনে নিন:

১। কুকুরকে মিষ্টি রুটি দেওয়া ভাল।

২। রূপার তাবিজে লোহার মুখ লাগিয়ে তা ধারণ করা উপকারী।

৩। মঙ্গলবার হনুমান মন্দিরে সাধ্যমতো লাড্ডুভোগ দেওয়া উপকারী।

৪। গায়ত্রী মন্ত্র রোজ অন্তত ৯ বার বা ১৮ বার পাঠ করা উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন