কোন আঙুলের কোন পর্ব কী ফল দেয়?

কেবল বুড়ো আঙুলের দু’টি পর্ব আছে। আবার নীচের দাগের কিছু অংশকে তৃতীয় পর্ব বলে। কোন আঙুলের কোন পর্ব কী রকম হবে?

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৭ ০০:৩৬
Share:

হাতের কোনও একটা আঙুলকে তিন ভাগে ভাগ করলে তার প্রতিটি অংশকে এক একটি পর্ব বলে। কেবল বুড়ো আঙুলের দু’টি পর্ব আছে। আবার নীচের দাগের কিছু অংশকে তৃতীয় পর্ব বলে। কোন আঙুলের কোন পর্ব কী রকম হবে? দেখে নিন।

Advertisement

১। চিহ্নিত জায়গাটি ইচ্ছাশক্তি নির্দেশ করে।

২। চিহ্নিত জায়গাটি বিচারশক্তি নির্দেশ করে।

Advertisement

৩। চিহ্নিত জায়গাটি মান, অপমান নির্দেশ করে।

৪। চিহ্নিত জায়গাটি পদমর্যাদা ও শারীরিক শক্তি নির্দেশ করে।

৫। চিহ্নিত জায়গাটি মানসিক শক্তি নির্দেশ করে।

৬। চিহ্নিত জায়গাটি ভক্তি ভাব নির্দেশ করে।

৭। চিহ্নিত জায়গাটি আর্কষণ ভাব নির্দেশ করে।

৮। চিহ্নিত জায়গাটি তীর্থভ্রমণ বোঝায়।

৯। চিহ্নিত জায়গাটি ঐশ্বর্য ও দারিদ্রের অবস্থা নির্দেশ করে।

১০। চিহ্নিত জায়গাটি বিচারশক্তি নির্দেশ করে।

১১। চিহ্নিত জায়গাটি সাধারণ শক্তি নির্দেশ করে।

১২। চিহ্নিত জায়গাটি সাহস ও মনোবল নির্দেশ করে।

১৩। চিহ্নিত জায়গাটি রাজমন্ত্রিত্ব নির্দেশ করে।

১৪। চিহ্নিত জায়গাটি মানসিক তেজ নির্দেশ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন