ফেং শুই

পূজা শিরাসি (গত ১৪ বছর ধরে পরাবিদ্যার চর্চা করছেন। ট্যারো কার্ড রিডিং, চিনা জ্যোতির্বিদ্যা এবং ফেং শুই-এর জগতে তিনি অতি পরিচিত মুখ।)পূজা শিরাসি (গত ১৪ বছর ধরে পরাবিদ্যার চর্চা করছেন। ট্যারো কার্ড রিডিং, চিনা জ্যোতির্বিদ্যা এবং ফেং শুই-এর জগতে তিনি অতি পরিচিত মুখ।)

Advertisement
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ০১:১৯
Share:

কোন কাজ আজ শুভ
আজ বিশেষ শুভ দিন নয়। পুজো, প্রার্থনা ছাড়া কোনও কাজে হাত দেবেন না।

Advertisement

কোন কাজ আজ এড়িয়ে চলবেন
আজ বড় কিছু, বিশেষ করে বিয়ে থেকে বিরত থাকুন। যাত্রা বা শহর পরিবর্তন করার জন্যও আজ ভাল দিন নয়।

Advertisement

শুভ ক্ষণ
ভোর ৩ টে থেকে ৪ টে ৫৯মিনিট

সকাল ৯ টা থেকে দুপুর ২ টো ৫৯মিনিট

আজকের টোটকা

এই মাসে অসুস্থতার নক্ষত্র পশ্চিম দিকে অবস্থান করছে। যদি বাড়ির এই দিকে শোওয়ার ঘর বা দরজা থাকে তাহলে উইন্ড চাইম বা কোনও ভারী ধাতু রাখুন।দুর্ভাগ্যের নক্ষত্র এই মাসে উত্তর দিকে অবস্থান করছে। এই দিকে এক বাটি জলে নুন, রুপোর ও তামার কয়েন ভিজিয়ে রাখুন। এই মাসে উত্তর ও পশ্চিম দিক এড়িয়ে চললেই ভাল। চেষ্টা করুন এই দুই দিক থেকে কোলাহল যেন কম আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement