Vastu Shastra

বাস্তু ও ভাগ্যকে হাতের মুঠোয় রাখতে চান? মেনে চলুন এই সহজ কিছু উপায়

আমরা সকলেই চাই আমাদের বাস্তু যেন দোষমুক্ত থাকে। এবং সেই উদ্দেশ্যে আমরা কত কী-ই না করে থাকি। বাস্তু যদি দোষমুক্ত থাকে, তা হলে দৈনন্দিন জীবনও চলবে সুন্দর ভাবে।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ০৮:০৭
Share:

প্রতীকী চিত্র।

আমরা সকলেই চাই আমাদের বাস্তু যেন দোষমুক্ত থাকে। এবং সেই উদ্দেশ্যে আমরা কত কী-ই না করে থাকি। বাস্তু যদি দোষমুক্ত থাকে, তা হলে দৈনন্দিন জীবনও চলবে সুন্দর ভাবে। বাস্তু এবং ভাগ্যকে একই সঙ্গে নিজের হাতের রাখতে প্রয়োগ করুন সহজ কিছু টোটকা।

Advertisement

টোটকা

• চেষ্টা করুন সকালে উঠেই সবার আগে পূর্ব দিকের দরজা বা জানলা খুলতে। অন্য দিকের দরজা বা জানলা পরে খুললেও চলবে। এটা করলে সকালে পূর্ব দিকের রোদ্দুর ঘরে ঢুকবে এবং ঘর শুভ শক্তিতে ভরে থাকবে। এ ছাড়া আর্থিক দিকেও উন্নতি অব্যাহত থাকবে।

Advertisement

• বাড়ির সব জায়গায় বেশি ছবি বা ক্যালেন্ডার টাঙানো উচিত নয়। যদি একান্তই ক্যালেন্ডার টাঙাতেই হয়, তা হলে খেয়াল রাখতে হবে ক্যালেন্ডার যেন বাতাসে না নড়ে। এতে বাড়িতে অশুভ শক্তি বৃদ্ধি পায়।

• দুটো ঝাঁটা কখনও একসঙ্গে রাখতে নেই, এতে খুব বেশি পরিমাণে পারবারিক অশান্তি সৃষ্টি হয়।

• ঝাঁটা কখনো দক্ষিণ দিকে মুখ করে রাখতে নেই।

• ঘরের কোনও স্থানে মাকড়সার ঝুল জমতে দেবেন না, মাঝে মাঝেই ঘরে পরিষ্কার পরিছন্ন করতে হবে।

• ঘরে যে বন্ধ ঘড়ি রাখতে নেই, এটা প্রায় সকলেরই জানা। কিন্তু স্লো অর্থাৎ দেরিতে চলছে, এমন ঘড়িও ঘরে রেখা যাবে না।

• বাড়ির সদর দরজার পাশে কখনও ঝাঁটা রাখতে নেই, এটা অত্যন্ত অশুভ।

• গামছা বা তোয়ালে ঘরের একটু গোপন জায়গাতেই রাখুন, যেন কোনও বাইরের মানুষের চোখে না পড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন