এই কাজ করলে জীবনের সাত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

বীর ভাব- যারা বীর হনুমানদেবের ছবি প্রতি দিন পূজো করেন, তাদের মধ্যে বীর ভাবের উদয় হয়। এতে যে কোনও ধরনের ভয় কেটে যায়।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

(১) বীর ভাব- যারা বীর হনুমানদেবের ছবি প্রতি দিন পূজো করেন, তাদের মধ্যে বীর ভাবের উদয় হয়। এতে যে কোনও ধরনের ভয় কেটে যায়।

Advertisement

(২) জ্ঞান- সূর্যদেব হচ্ছেন শ্রীহনুমানদেবের গুরু। তাই যে ছবিতে শ্রীহনুমানদেবকে সূর্য স্তুতি বা বন্দনা করতে দেখা যাচ্ছে, সেই ছবি যদি প্রতি দিন পুজো করা যায়, তবে যিনি পুজো করবেন তার মধ্যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিবেক, ক্ষিপ্রতা, মেধা-সহ নানা ধরনের চেতনা জেগে ওঠে।

(৩) যে ছবিতে শ্রীহনুমানদেব ভগবান শ্রীরামচন্দ্রকে বন্দনা করছেন, এমন ছবি যদি প্রতি দিন পুজো করা হয়, তবে নানা ধরনের শারীরিক বা মানসিক ব্যথা বা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisement

(৪) যে ছবিতে শ্রীহনুমানদেবকে দেখতে অনেকটা হাল্কা সাদা রঙের, সেই ছবি প্রতি দিন উপাসনা করলে, আয়ের উৎস হিসেবে চাকরির সন্ধান পাওয়া যায় এবং যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হয়ে থাকে।

(৫) এমন ছবি যেখানে শ্রীহনুমানদেব ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি প্রদর্শন করছেন, সেই ছবি সংগ্রহ করে প্রতি দিন পুজো করলে সব কাজে একাগ্রতা বৃদ্ধি পাওয়া যায়। এতে পড়াশোনা-সহ সব ধরনের সৃষ্টিমূলক কাজে উপকারে লাগে।

(৬) আবার সে রকম ছবি, যে ছবিতে শ্রীহনুমানদেব ভগবান শ্রীরামচন্দ্রের সেবা করছেন, সেই ছবি প্রতি দিন পুজো করলে, হৃদয়ে প্রবল ভক্তির সঞ্চার হয়ে থাকে।

(৭) শ্রীদক্ষিণামূর্তি পূজারত শ্রীহনুমানদেবের ছবি প্রতি দিন পূজা করলে মৃত্যুভয়, দুশ্চিন্তা, নেগেটিভ প্রভাব, অবসাদ, মনমরা ভাব, ইত্যাদি কেটে যায়। এতে হৃদয় ও মন প্রফুল্ল থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement