—ফাইল চিত্র।
শারদোৎসবের অন্যতম আকর্ষণ হল কুমারীপুজো। এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কুমারীপুজোকে অত্যন্ত শুভ বলে মেনে থাকে বঙ্গসমাজ। বিশেষ কিছু নিয়ম মেনে হয় এই পুজো। বহু মানুষই শুভ ফল লাভের আশায় কুমারীপুজোয় নানা জিনিস দান করে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে, রাশি অনুযায়ী এ বছরের কুমারীপুজোয় কী দান করলে বিশেষ ফল পাওয়া যাবে, তা জেনে নিন।
দেখে নেব রাশি অনুযায়ী কী কী দান করতে হয়:
মেষ: মেষ রাশির জাতকদের ক্ষেত্রে কুমারীপুজোয় লাল রঙের রেশমি বস্ত্র এবং গুড় দান করা অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত। এই দিন এই রাশিরা ছেলেমেয়েদের তামার পাত্রে জল পান করলে উপকার পাবেন।
বৃষ: এ বছরের কুমারীপুজোয় বৃষ রাশির ব্যক্তিরা যে কোনও সুতির বস্ত্র, ফুল, সুগন্ধি, সবুজ সব্জি, ফল বা মিষ্টি দান করতে পারেন। তবে দানের সময় কোনও খারাপ চিন্তা মাথায় আনা যাবে না।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা কুমারীপুজোয় সবুজ মুগ ডাল অথবা সবুজ ছোলা এবং লেখাপড়ার সামগ্রী দান করতে পারেন। এই দিন দেবীকে কিছুটা গম অর্পণ করতে পারলে খুব ভাল হয়। বেশি মাত্রায় গম দিলে পরে সেই গম দুঃস্থদের মধ্যে দান করতে পারেন।
কর্কট: এই বছর কুমারীপুজোয় কর্কট রাশিরা শাঁখা, সাদা বস্ত্র, সাদা ফুল এবং মিষ্টি দান করতে পারেন। শান্ত মনে দানের কাজটি করতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না।
সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা কুমারীপুজোয় গোলাপি রঙের বস্ত্র অথবা গোলাপি রঙের যে কোনও জিনিস দান করতে পারেন। এই দিন একই সঙ্গে গরিবদের কিছু জিনিস দান করতে পারলে খুব ভাল হয়।
কন্যা: এই বছর কুমারীপুজোয় কন্যা রাশির ব্যক্তিরা খুব ভাল আসন এবং সোনালি রঙের কাজ করা কোনও বস্ত্র দান করুন। এই সময় আপনার জীবনে জটিল কোনও সমস্যা থাকলে তা মাকে জানান।
তুলা: তুলা রাশিরা কুমারীপুজোয় হালকা রঙের সুতি বস্ত্র, ফুল এবং মিষ্টি দান করতে পারেন। এরই সঙ্গে সাধ্যমতো কিছু অর্থ মাকে অর্পণ করতে পারলে খুব ভাল হয়।
বৃশ্চিক: এ বছর কুমারীপুজোয় বৃশ্চিক রাশির ব্যক্তিরা একটা নিখুঁত জলভর্তি নারকেল দান করুন। এ ছাড়া এই দিন দুঃস্থদের কিছু দান করতে পারলে মঙ্গল হবে।
ধনু: ধনু রাশিরা কুমারীপুজোয় হলুদ বস্ত্র এবং হলুদ ফুল দান করুন। এ ছাড়া হলুদ ফল, যেমন আম, কলা ইত্যাদি দান করতে পারেন। যদি পোখরাজ ধারণ করার থাকে, তা হলে ধনু রাশির ব্যক্তিরা সেটিকে ওই দিন ধারণ করতে পারেন।
মকর: এ বছর কুমারীপুজোয় মকর রাশির জাতক-জাতিকারা হলুদ শাড়ি বা যে কোনও বস্ত্র দান করুন। এ ছাড়া হলুদ রঙের কড়ি এবং হলুদ ফুল দান করতে পারেন। হলুদ কড়ি দান করলে আপনার সমৃদ্ধি দ্বিগুণ হবে।
কুম্ভ: কুম্ভ রাশিরা কুমারীপুজোয় নীল অপরাজিতা, কালো তিল, সাদা রঙের আরামদায়ক বস্ত্র, শাঁখা এবং সিঁদুর দান করুন। একই সঙ্গে দুঃস্থদের কিছু খাদ্যসামগ্রী দান করতে পারলে খুব ভাল হয়।
মীন: এ বছর কুমারীপুজোয় মীন রাশির ব্যক্তিরা কাঁচা হলুদ, হলুদ রঙের যে কোনও শস্য এবং হলুদ রঙের যে কোনও সামগ্রী দান করতে পারেন। এই দিন স্নানের পর কপালে হলুদের টিকা পরুন।