সপ্তমভাব থেকে আপনার স্বামী বা স্ত্রীর চরিত্র জেনেনিন (দ্বিতীয় পর্ব)

দ্বিতীয় পতি সপ্তমে থাকলে, জাতক নিজের স্ত্রীর প্রতি খরচখরচা করে থাকে। জাতকের পিতা মাতা কমবেশি গরিব দুঃখীকে দান ধ্যান করে থাকে।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ০০:০০
Share:

(১) লগ্নপতি সপ্তমে থাকলে জাতক নিজের স্ত্রী বা নিজের ব্যবসা ছাড়া অন্য কিছু বুঝতে চায় না।

Advertisement

(২) দ্বিতীয় পতি সপ্তমে থাকলে, জাতক নিজের স্ত্রীর প্রতি খরচখরচা করে থাকে। জাতকের পিতা মাতা কমবেশি গরিব দুঃখীকে দান ধ্যান করে থাকে।

(৩) তৃতীয় পতি সপ্তমে থাকলে, জাতক সকলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে। জাতক সেই রকমের ব্যবসা করে যে ব্যবসায় অনবরত কাছাকাছি অঞ্চলে যাতায়াত করতে হয়।

Advertisement

(৪) চতুর্থ পতি সপ্তমে থাকলে জাতক গাড়ি করে যাতায়াত করে এবং পুরনো দ্রব্যের ব্যবসা করে থাকে।

(৫) পঞ্চম পতি সপ্তমে থাকলে, জাতক/জাতিকারা সাজতে বা ধোপ দূরস্থ থাকতে ভালবাসে। ভাগ্যগত ভাবে স্বামীর সুবিধা স্ত্রী ভোগ করে আবার স্ত্রীর সুবিধা স্বামী ভোগ করে।

(৬) ষষ্ঠ পতি সপ্তমে থাকলে জাতক/জাতিকা আজীবন চাকরি হয় চুক্তিমাফিক।

(৭) সপ্তম পতি সপ্তমে থাকলে, এদের খুব একটা বিবাহ বিচ্ছেদ হয় না।

(৮) অষ্টম পতি অষ্টমে থাকলে জাতক/জাতিকা পথ দুর্ঘটনায় আহত হতে পারে।

(৯) নবম পতি নবমে থাকলে সাধারণত জাতক/জাতিকারা সম্বন্ধ করে বিয়ে করে।

(১০) দশম পতি সপ্তমে থাকলে জাতক/জাতিকার অন্য সকলের থেকে সামাজিক মান মর্যাদা বেশী থাকে।

(১১) একাদশ পতি সপ্তমে থাকলে জাতক/জাতিকা বিবাহ থেকে কোনও না কোনও দিক থেকে লাভবান হয়েই থাকে। জাতকের ক্ষেত্রে অনেক সময় বউ চাকরি করে বা এমন একটা কিছু করে থাকে যার থেকে আয় হয়।

(১২) দ্বাদশ পতি সপ্তমে থাকলে, দাম্পত্য জীবনের কোনও একটা ক্ষেত্রে সুখের হানী হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement