কন্যা লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

নতুন বছরে আপনার চাকরি, পেশা, সম্পদ, আর্থিক পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন কেমন যাবে, তার একটা সম্ভাব্য উত্তর বা আভাস দিতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র। এখন জেনে নেওয়া যাক কন্যা লগ্ন সম্পর্কে। চন্দ্র এই লগ্নের একাদশপতি। শক্তিশালী চন্দ্র অর্থাগমের পক্ষে শুভ। তবে দুর্বল হলে শরীরে রোগের প্রভাব বাড়তে পারে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০০:০৭
Share:

নতুন বছরে আপনার চাকরি, পেশা, সম্পদ, আর্থিক পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন কেমন যাবে, তার একটা সম্ভাব্য উত্তর বা আভাস দিতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র। এখন জেনে নেওয়া যাক কন্যা লগ্ন সম্পর্কে। চন্দ্র এই লগ্নের একাদশপতি। শক্তিশালী চন্দ্র অর্থাগমের পক্ষে শুভ। তবে দুর্বল হলে শরীরে রোগের প্রভাব বাড়তে পারে।

Advertisement

আসুন এ বার জেনে নেওয়া যাক ২০২০ সালটি কন্যা লগ্নের জাতক-জাতিকাদের কেমন যেতে পারে—

২০২০ সালটির বিশেষত্ব হচ্ছে, এই লগ্নের জাতক-জাতিকা কোনও অপ্রত্যাশিত বা অস্থির বিষয়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। অনেক সময় কথা ও কাজের মধ্যে সমন্বয় রাখতে পারবেন না।

Advertisement

এই লগ্নের জাতক-জাতিকারা যে পেশাতেই থাকুন না কেন, বর্তমান বছরে বিশেষ ভাবে উন্নতি করতে পারেন। চাকরির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি না পেলেও বেতন বৃদ্ধি পাবে। আবার কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা আপনাকে অনেকটা পিছিয়েও দিতে পারে। কারও কারও আবার কর্মক্ষেত্রে নিয়োগ কর্তার সঙ্গেই বিবাদ বাধতে পারে। সাবধান থাকুন।

আরও পড়ুন: কর্কট লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

ব্যবসায়িক ক্ষেত্রে সাবধানে সব সিদ্ধান্ত নিতে হবে, সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। উন্নত মানের ব্যবসায়িক কৌশল আয়ত্ত করার চেষ্টা করুন। চুক্তপত্র ছাড়া ব্যবসা করবেন না। তবে যা-ই ঘটুক না কেন, আর্থিক অবস্থা ভাল যাবে। রাজনীতিবিদদের জন্য এ বছরটি ভাল যাবে না। টেনশন এবং পরিশ্রম বাড়বে। সন্তানের জন্য দুশ্চিন্তা হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাময়িক বাধা আসতে পারে। এই লগ্নের ক্ষেত্রে প্রেমে স্থায়ী সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে।

জাতক-জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি যাবে। তবে বিষণ্ণতা আসতে পারে। সন্তান ও বয়স্ক কারও স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা হবে। নিজেদের চলাফেরায় সাবধান হতে হবে। এই বছর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ জীবনে পরিবর্তন ঘটাতে পারে। বিদেশ যাওয়ার ইচ্ছাপূরণ হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন