১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে সিংহ রাশির? জেনে নিন

গত বছরের ভাল-মন্দ পিছনে ফেলে নতুন বছরে পা দিতে চলেছেন। আসুন এক নজরে জেনে নিন, আগামী বাংলার ১৪২৭ সন কেমন যাবে সিংহ রাশির।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

গত বছরের ভাল-মন্দ পিছনে ফেলে নতুন বছরে পা দিতে চলেছেন। আসুন এক নজরে জেনে নিন, আগামী বাংলার ১৪২৭ সন কেমন যাবে সিংহ রাশির।

Advertisement

১৪২৭ সনে গ্রহপতির প্রভাবে আপনার মধ্যে একটু নেতৃত্বের ভাব থাকবে এবং আপনি আত্মপ্রত্যয়ী থাকবেন। বর্তমান বছরের গ্রহসন্নিবেশ অনুযায়ী, পারিবারিক দিক দিয়ে বেশ কয়েক বার সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যায়। শত্রুরা বিপাকে ফেলার চেষ্টা করবে ঠিকই, তবে তাঁরা সহজেই হার স্বীকার করতে বাধ্য হবে। অবশ্য আপনার সতর্ক থাকা উচিত। শিক্ষা ক্ষেত্রে আশানুরূপ লাভে বাধা আসতে পারে। বর্তমান বছরে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে।

সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। এ বছর চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তবে বিভিন্ন সূত্রে আয়ের সম্ভাবনা আছে। প্রয়োজনে বিশেষ ঋণও নিতে হতে পারে। অবশ্য লটারিতে প্রাপ্তি যোগ আছে।

Advertisement

আরও পড়ুন: ১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে কর্কট রাশির? জেনে নিন

কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ এলেও মনমতো না-ও হতে পারে। চাকরির জন্য অন্যত্র যাওয়ার সম্ভাবনা দেখা যায়। তবে বর্তমান বছরে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা দেখা যায়। অংশীদারের সঙ্গেও সম্পর্কের উন্নতি হতে পারে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোথাও যেতে হতে পারে। অবিবাহিতাদের বিয়ের ব্যাপারে বাধা আসতে পারে। তবে বন্ধুদের সহযোগিতা পাওয়া যেতে পারে।

প্রেমের দিক দিয়ে বছরটি আপনার জন্য খুব একটা শুভ নয়। আপনাদের বিবাহিত জীবনে সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা যায়। সন্তানের উন্নতির সুযোগ আসবে। তবে তাদের শারীরিক অসুস্থতার যোগও দেখা য়ায়। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভাল যাবে না। বাবা-মায়ের শরীর-স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। বর্তমান বছরে আপনার শরীরও খুব একটা ভাল যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন