তুলা রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল

তুলা রাশির মানুষদের ২০২০ সাল অর্থাৎ নতুন বছর ভাল মন্দ মিশিয়ে কাটবে। তুলা রাশির জাতক-জাতিকাদের এ বছর একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এ বছর কর্মে চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। প্রমোশনের বিষয়ে চিন্তা বাড়তে পারে। কর্মে উপর মহলের চাপ আসতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ০০:০৪
Share:

তুলা রাশির মানুষদের ২০২০ সাল অর্থাৎ নতুন বছর ভাল মন্দ মিশিয়ে কাটবে। তুলা রাশির জাতক-জাতিকাদের এ বছর একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এ বছর কর্মে চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। প্রমোশনের বিষয়ে চিন্তা বাড়তে পারে। কর্মে উপর মহলের চাপ আসতে পারে। তবে যাঁরা নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা করছেন, তাঁদের জন্য এ বছরটি শুভ। শরীর নিয়েও বিশেষ সতর্কতা প্রয়োজন। ছোটখাটো নানা সমস্যা দেখা দেবে। বয়স্কদের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। শারীরিক কোনও সমস্যা হলে খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

Advertisement

আরও পড়ুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল

পড়াশোনার ক্ষেত্র তুলা রাশির খুব ভাল। উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভ যোগ রয়েছে। তুলা রাশির এ বছর মানসিক চাপ থাকবে যথেষ্ট, কর্মে অতিরিক্ত চাপ এঁদের মানসিক অবস্থায় জটিলতার সৃষ্টি করবে। যাঁরা নতুন বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন, তাঁদের জন্য নতুন বছর খুব শুভ ফল প্রদান করবে। যাঁরা দীর্ঘদিন ধরে বিবাহ বন্ধনে রয়েছেন বা নানা সমস্যার মধ্যে ছিলেন, তাঁদের জন্য এই বছরটা খুব ভাল ফল দেবে। এ সকল সমস্যার ধীরে ধীরে সমাধান হবে। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের এ বছর বিবাহ হওয়ার সম্ভবনা আছে। ২০২০ সালে তুলা রাশির মানুষদের দূরে কোথাও ভ্রমণ হতে পারে। তীর্থ বা যে কোনও স্থানে ভ্রমণ হতে পারে এই বছর। এই বছর তুলা রাশির মানুষরা আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।

Advertisement

খুব বুঝে যে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বছর সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। এ বছর তুলা রাশির কাজে বাধা থাকলেও হাল ছেড়ে দিলে চলবে না। কঠোর ভাবে লেগে থাকলে সাফল্য আসবেই। এ বছর অনেক মনস্কামনা পূরণ হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন