১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে তুলা রাশির? জেনে নিন

ফলাফলের তারতম্য হয় ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সার্বিক গ্রহাবস্থানের শুভাশুভের উপরে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

অনেকের রাশিফল মেলে, অনেকের মেলে না। কারণ, তিনটে নক্ষত্র নিয়ে হয় একটা রাশি। রাশি এক হলেও তিনটে নক্ষত্রের ফল কিন্তু আলাদা। উদাহরণে বিষয়টা পরিষ্কার হবে। তুলা রাশি চিত্রা, স্বাতী ও বিশাখা নক্ষত্র নিয়ে। ধরুন আগামী এক বছর চিত্রার আইন সংক্রান্ত ঝামেলা। স্বাতীর ভ্রমণ ও কর্মোন্নতি, বিশাখার আর্থিক উন্নতি ও গৃহে শুভ কর্মানুষ্ঠান যোগ।

Advertisement

পরিসরের কথা ভেবে বিশাখার ফলটা লেখা হল। চিত্রার লেখা হল না। সে আইনি ঝামেলায় জড়িয়ে ভুগতে থাকল। ফলে সে বলবে ফল মিলল না। বিশাখার জাতকরা বলবে দারুণ মিলেছে। এ ছাড়াও ফলাফলের তারতম্য হয় ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সার্বিক গ্রহাবস্থানের শুভাশুভের উপরে।

এ বার আসুন এক নজরে জেনে নিন, আগামী বাংলার ১৪২৭ সন কেমন যাবে তুলা রাশির।

Advertisement

এ বছর বৈষয়িক ভাগ্যের তুলনায় ধার্মিক ভাগ্য বেশি মাত্রায় সহায়ক হবে। অর্থাৎ ধর্ম বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাগ্য সুপ্রসন্ন হবে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ধর্মস্থানে ভ্রমণের সম্ভাবনা আছে। সাংসারিক ক্ষেত্রে একাধিক বার অশান্তির আশঙ্কা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা আসতে পারে। অবিবাহিতদের বিয়েতে সাময়িক বাধা এলেও প্রেমজ ক্ষেত্রে এ বছর বিয়ের সম্ভাবনা আছে।

আরও পড়ুন: ১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে কন্যা রাশির? জেনে নিন

ছেলেমেয়েদের উন্নতির সম্ভাবনা আছে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দীর্ঘ দিনের কোনও আশা এ বছর পূর্ণ হতে পারে। বিদ্যার্থীদের প্রাথমিক বিদ্যার স্থান শুভ। উচ্চশিক্ষার যোগ রয়েছে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আসবে। নতুন কর্ম যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। কর্মসূত্রে দূর যাত্রা অসম্ভব নয়। এ বছর ব্যবসায় নানা পরিবর্তন দেখা যাবে।

এই বছর আর্থিক অবস্থা বলিষ্ঠই থাকবে। তবে কারও দ্বারা অর্থনৈতিক দিক দিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কাও আছে। বর্তমান বছরে আর্থিক স্বচ্ছলতা থাকলেও ব্যয় বৃদ্ধির ফলে আর্থিক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। তবে লটারি বা ফাটকায় আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছু শুভ ফলের সম্ভাবনা আছে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা আছে। এ বছর শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে, বিশেষ করে হার্টের সমস্যা হতে পারে। গুরু জনদের শরীর ভাল থাকবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন