১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে বৃষ রাশির? জেনে নিন

প্রত্যেকেরই মনে কৌতূহল থাকে, কেমন কাটবে নতুন বছর। এক নজরে দেখে নেওয়া যাক, বাংলা নববর্ষ ১৪২৭ কেমন কাটতে চলেছে বৃষ রাশির

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

প্রতি বছরই কালের নিয়মে নতুনকে বরণ করে নেওয়া হয় নববর্ষে। প্রত্যেকেরই মনে কৌতূহল থাকে, কেমন কাটবে নতুন বছর। এক নজরে দেখে নেওয়া যাক, বাংলা নববর্ষ ১৪২৭ কেমন কাটতে চলেছে বৃষ রাশির—

Advertisement

১৪২৭ সনের গ্রহসন্নিবেশ অনুযায়ী, আগেকার পারিবারিক সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা গেলেও পারিবারিক ক্ষেত্রে কিছু আত্মীয়-স্বজনের বিরোধিতায় প্রবল চাপে থাকতে হতে পারে। তবে এরই মধ্যে কোনও শুভসংবাদ পেতে পারেন। বন্ধুদের সহযোগিতা বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণের সম্ভাবনা আছে। শত্রুদের দ্বারা ক্ষতির সম্ভাবনা নেই। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

সাময়িক ভাবে গুরুজনদের রোগ-ভোগের ক্ষেত্রে চিন্তার কারণ হতে পারে। ছেলে-মেয়ের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আশা করা যায়। একাধিক সূত্রে আয়ের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা আছে। পড়াশোনায় সাময়িক বাধা থাকলেও বছরের শেষে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্ষেত্র বিশেষে ছাত্রছাত্রীদের কাছে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষা লাভের যোগ আছে।

Advertisement

আরও পড়ুন: ১৪২৭ সন, নববর্ষ: নতুন বছরে কেমন কাটবে মেষ রাশির? জেনে নিন

নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হওয়ার যোগ আছে। যাঁদের বিয়ে হয়নি, তাঁদের বিয়ের যোগ তৈরি হবে। বাসস্থান সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে সমস্যার সমাধানের সম্ভাবনা দেখা যায়। নতুন চাকরি লাভের সুযোগ আছে। বিশেষ করে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে আদর্শ বছর হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায়ে যথেষ্ট সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে সজাগ থাকতে হবে। মাঝে মাঝে অযথা অতিরিক্ত খরচ হতে পারে। বর্তমান বছরে নিজের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন