Astrological Significance of Dreams

স্বপ্নে নদী দেখার অর্থ কী? পচা ফলের স্বপ্ন দেখা কি খারাপ? কিসের স্বপ্ন দেখা ভাল? খোঁজ দিলেন জ্যোতিষী

জ্যোতিষশাস্ত্রে স্বপ্নে দেখতে পাওয়া বিভিন্ন জিনিসের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কোন স্বপ্ন দেখলে কী হয় সেটার ব্যাখ্যাও রয়েছে সেখানে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৭:১৬
Share:

—প্রতীকী ছবি।

বিভিন্ন স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার ব্যাপারে সাধারণ কিছু ধারণা প্রচলিত রয়েছে। কোন সময় স্বপ্ন দেখছেন সেটিরও আলাদা গুরুত্ব রয়েছে। কথিত রয়েছে, রাত ১০টা থেকে ১২টার মধ্যে দেখা স্বপ্ন নাকি সত্যি হয় না। আবার রাত ১২টা থেকে ৩টের মধ্যে দেখা স্বপ্ন অথবা ভোরের দিকে দেখা স্বপ্ন নাকি সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। জ্যোতিষশাস্ত্রে স্বপ্নে দেখতে পাওয়া বিভিন্ন জিনিসের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। কোন স্বপ্ন দেখলে কী হয় তার ব্যাখ্যাও রয়েছে।

Advertisement

দেখে নেব কোন স্বপ্ন দেখলে কী হয়:

১) স্বপ্নে যদি দেখেন, কেউ আপনাকে সোনার জিনিস উপহার দিচ্ছেন, তা-হলে বুঝতে হবে কাজের জায়গায় আপনি খুব শীঘ্রই পদোন্নতি করতে চলেছেন।

Advertisement

২) ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে অগ্রগতি আসতে চলেছে।

৩) প্রবাহিত জল বা নদীর স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। এর অর্থ হল আপনার জীবনের খারাপ সময় কেটে গিয়ে শুভ সময় আসতে চলেছে।

৪) বিবাহিত জাতক-জাতিকারা স্বপ্নে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে দেখলে জানবেন দাম্পত্য জীবনে অশান্তির সময় আসতে চলেছে। আগে থেকে সতর্ক হন।

৫) স্বপ্নের মধ্যে হঠাৎ কোনও বড় জিনিস দেখা শুভ নয়। এর অর্থ হল আপনার জীবনে কোনও বড় বিপদ আসতে চলেছে।

৬) স্বপ্নে পাখিকে উড়ে চলে যেতে দেখা খুবই শুভ লক্ষণ বলে ধরা হয়।

৯) দেবতার মূর্তি বা মন্দিরে যাওয়ার স্বপ্ন দেখলে বুঝতে হবে, শীঘ্রই আপনার শুভ সময় শুরু হতে চলেছে।

১০) ফসল কাটার স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনাকে জীবনে প্রচুর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। তবে প্রচুর অর্থও লাভ করবেন।

১১) স্বপ্নে ঝর্না বা পাহাড় থেকে জল পড়তে দেখা খুবই শুভ বলে মানা হয়। এই স্বপ্ন দেখার অর্থ হল আপনার সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে।

১২) নদী থেকে নিজেকে জল পান করতে দেখার অর্থ হল আপনার জীবনের সুদিন শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই প্রচুর অর্থ লাভ হতে পারে।

১৩) স্বপ্নে গাছভরা ফল দেখলে বুঝতে হবে জীবনে নাম, যশ, প্রতিপত্তি লাভ করবেন এবং আর্থিক ভাগ্যের উন্নতি ঘটবে। এ ছাড়া জীবনে কখনও খাবারের অভাব হবে না।

১৪) স্বপ্নে যদি নিজেকে উড়তে দেখেন, তা-হলে বুঝতে হবে জীবনে যতই বাধা-বিপত্তি আসুক, আপনি সেগুলি অনায়াসে কাটিয়ে উঠে সঠিক পথে এগিয়ে যেতে পারবেন। আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।

১৫) নিজেকে সাদা জামা পরা অবস্থায় স্বপ্নে দেখতে পাওয়ার অর্থ হল আপনার জটিলতার দিন শেষ হয়ে শুভ সময় শুরু হতে চলেছে।

১৬) স্বপ্নে প্রচুর টাকা দেখতে পেলে জানবেন আপনি প্রচুর অর্থের মালিক হতে চলেছেন।

১৭) স্বপ্নে যদি নিজেকে প্রচুর দুধের মাঝে ভেসে বেড়াতে দেখেন তা-হলে বুঝতে হবে যে, আপনি যে কোনও কাজ করলেই তাতে সাফল্য লাভ করবেন।

১৮) স্বপ্নে কোনও কিছু আপনাকে ছোঁ মারতে আসছে দেখার অর্থ হল জীবনে প্রচুর পরিশ্রম করার পর সাফল্য লাভ করবেন।

১৯) গাছ থেকে ফল পাড়ার স্বপ্ন দেখলে জানতে হবে জীবনে আপনি যা চাইবেন, তা-ই পাবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না, চাকরি এবং ব্যবসায় উন্নতি হবেই।

২০) পঁচা ফলের স্বপ্ন দেখা অশুভ। এটি দেখার অর্থ হল, শীঘ্রই আপনার শরীর খারাপ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement