Numerological Prediction of Bengali New Year 1432

সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১৪৩২ আপনার কেমন কাটবে? জন্মসংখ্যা মিলিয়ে দেখে নিন

জেনে নিন, সংখ্যাতত্ত্ব অনুসারে কী ভাবে নিজের বর্ষফল জানবেন। আপনার জন্মদিন, অর্থাৎ জন্মের দিনের সংখ্যা, মাসের সংখ্যা এবং বছরের সংখ্যার যোগফলকে এক সংখ্যায় পরিবর্তন করতে হবে। সংখ্যাতত্ত্বের হিসাব সাধারণত ইংরেজি তারিখ অনুযায়ী করতে হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৭:৪০
Share:

—প্রতীকী ছবি।

সংখ্যাতত্ত্বের বিচার সারা পৃথিবীতেই খুবই প্রচলিত এবং গ্রহণযোগ্যও। এই পদ্ধতির দ্বারা খুব সহজেই অনেক কিছু বিচার করা সম্ভব। সংখ্যাতত্ত্ব অনুসারে কী ভাবে নিজের বর্ষফল জানবেন জেনে নিন। আপনার জন্মদিন, অর্থাৎ জন্মের দিনের সংখ্যা, মাসের সংখ্যা এবং বছরের সংখ্যার যোগফলকে এক সংখ্যায় পরিবর্তন করতে হবে। সংখ্যাতত্ত্বের হিসাব সাধারণত ইংরেজি তারিখ অনুযায়ী করতে হয়।

Advertisement

বাংলা নতুন বছরে বিশেষ প্রভাব দান করবে দুই অগ্নিকারক গ্রহ। বৈশাখ থেকে ১৫ পৌষ পর্যন্ত মঙ্গলের প্রভাব থাকবে এবং ১৬ পৌষ থেকে বাংলা বছরের শেষ দিন, অর্থাৎ ১৪ এপ্রিল পর্যন্ত রবির প্রভাব (২০২৬ সারা বছর রবির প্রভাব থাকবে) থাকবে।

জন্মসংখ্যা অনুযায়ী ফল এবং বিশেষ প্রতিকার:

Advertisement

১ সংখ্যা যাদের তাদের জন্য নতুন বছর শুভ কাটবে। ১৪৩২-এ কর্মশক্তি বৃদ্ধি পাবে। নতুন কিছু প্রাপ্তি হতে পারে। মানসম্মান প্রাপ্তি হবে, কর্ম এবং ব্যবসায় সফলতা আসবে। রক্তচাপ, হৃদ্‌যন্ত্রের রোগ এবং ক্রোধ সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি।

রামজি এবং হনুমানজির পূজা করুন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সেবায় শুভ ফল পাবেন।

২ সংখ্যার ব্যক্তিরা আবেগ নিয়ন্ত্রণে না রাখলে সমস্যায় পড়বেন। মনের মতো কিছু না হলেও মানিয়ে চলার চেষ্টা করুন। ১৪৩২-এর পৌষ মাস পর্যন্ত যত মানিয়ে চলবেন তত সফলতা পাবেন, পরবর্তী সময় তুলনামূলক শুভ।

মা বা মাতৃতুল্য মহিলার সেবা করলে ভাল ফল পাবেন। শিব-পার্বতীর পূজা করুন।

৩ সংখ্যার ব্যক্তিদের জন্য বছরটি খুবই শুভ। নতুন সম্পর্ক স্থাপনের জন্য ভাল সময়। কর্মে সফলতা প্রাপ্তি ও পদোন্নতি হতে পারে। সৎ পরামর্শ দানে শুভ ফল পাবেন। খাবার খাওয়ার পরিমাণের উপর নিয়ন্ত্রণ রাখুন।

পিতা, গুরু বা গুরুতুল্য ব্যক্তির সেবা করুন। গুরু বা দেবস্থান বা মন্দিরে সাধ্যমতো দান করুন।

৪ সংখ্যার লোকেরা পরিকল্পনা করে কাজ করুন। সতর্কতার সঙ্গে চলাফেরা করুন, বিশেষত গাড়ি চালানো বা পথে ভ্রমণকালে সচেতন থাকা জরুরি। রাগ, অহমিকা, ভ্রম নিয়ন্ত্রণ জরুরি।

হনুমান চালিশা পাঠ করতে হবে। শিবপূজা করলে ভাল ফল পাবেন।

৫ সংখ্যার জন্য শুভ বছর। নতুন কিছু শুরুর পক্ষে শুভ, বিশেষ শুভ ফল পাবেন পৌষ মাসের পরবর্তী সময়। হঠকারিতা বর্জন করুন।

৫ টা দূর্বা এবং লাল জবা সহযোগে প্রতি দিন গণেশের পূজা করতে পারলে ভাল, সম্ভব না হলে প্রতি বুধবার করে অবশ্যই করতে হবে।

৬ সংখ্যার ব্যক্তিদের কর্মে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিবাহ, প্রেম, সন্তানপ্রাপ্তির জন্য পৌষ মাস পর্যন্ত শুভ সময়। সেই সময় দাম্পত্যসুখও বৃদ্ধি পেতে পারে।

সাদা জিনিস দান করুন। কন্যাসন্তানকে বা যে কোনও বাচ্চা মেয়েকে চকোলেট দান করুন।

৭ সংখ্যার জন্য শুভ বছর হলেও নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। কোনও কাজে মন সায় না দিলে সে কাজ না করাই ভাল। পৌষ মাস পর্যন্ত নতুন কাজ শুরু না করাই ভাল হবে, করলেও খুব চিন্তাভাবনা করে শুরু করুন। ধ্যান-পূজায় শুভ ফল প্রাপ্তি। গর্ভবতী মহিলাদের আগামী ১৫ পৌষ পর্যন্ত বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি।

৭টা দূর্বা এবং লাল জবা সহযোগে প্রতি দিন গণেশের পূজা করতে পারলে ভাল, সম্ভব না হলে প্রতি বুধবার করে অবশ্যই করতে হবে।

৮ সংখ্যার জন্য শুভ বলা যায় না, সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। বিশেষত গাড়ি চালানো বা পথে ভ্রমণকালে সচেতন থাকা জরুরি।

হনুমানজীর পূজা এবং হনুমান চালিশা পাঠ করতে হবে। শনিবার শনি মহারাজের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে পূজা দিন।

৯ সংখ্যার শুভ বছর হলেও রাগ, অহং নিয়ন্ত্রণ জরুরি। অন্যথায় দীর্ঘকালীন সমস্যা সৃষ্টি হতে পারে। পরিকল্পনা করে কাজ করুন। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। শরীর-স্বাস্থ্যের উপর নজর রাখা জরুরি। শরীরচর্চা করা জরুরি, রক্তচাপ, হৃদ্‌যন্ত্রের রোগ, ক্রোধ সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি।

হনুমানজীর পূজা ও হনুমান চালিশা পাঠ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement