কর্মক্ষেত্রে গোপন শত্রুতা থেকে কী ভাবে মুক্তি পাবেন বৃষ রাশির জাতক

আমরা সবাই কিছু না কিছু কাজ করি। বিনিময়ে অর্থ উপার্জন করে নিজ নিজ সংসার প্রতিপালন করি। কিন্তু সেই কর্মস্থানে মাঝেমধ্যেই শান্তি বিঘ্নিত হয়। গোপন শত্রুতায় কর্মজীবনে সম্মানহানি হয়, কর্মচ্যুতিও ঘটে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০২:০১
Share:

আমরা সবাই কিছু না কিছু কাজ করি। বিনিময়ে অর্থ উপার্জন করে নিজ নিজ সংসার প্রতিপালন করি। কিন্তু সেই কর্মস্থানে মাঝেমধ্যেই শান্তি বিঘ্নিত হয়। গোপন শত্রুতায় কর্মজীবনে সম্মানহানি হয়, কর্মচ্যুতিও ঘটে।

Advertisement

বৃষ রাশির জাতক সাধারণত বাস্তববাদী, দৃঢ়চেতা, পরিশ্রমী, মার্জিত রুচির হন। এই রাশির অধিপতি শুক্র। সৃষ্টিশীল কাজে নানা প্রতিকূলতা সত্ত্বেও সাফল্য আসে যদি এঁদের বুধ ও রবি গ্রহ শুভ অবস্থায় বিরাজ করে। এ ছাড়া শুক্র যদি স্বক্ষেত্রে বিরাজ করে, তবে শুভ ফল লাভ হয়। এঁদের বাইরে থেকে অনেক সময় বোঝা যায় না।

এঁরা এমন কাজ করেন, যা কর্মস্থানে শত্রু বৃদ্ধি ঘটায়। এঁদের গুপ্ত শত্রুর অভাব হয় না, কারণ এই রাশির জাতক বা জাতিকাদের চারপাশে অনেক স্বার্থপর মানুষ ভিড় করে বা মিত্রতা স্থাপন করে। অধিকাংশ ক্ষেত্রে উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেলে বা মনমতো না হলে শত্রুতা করে চলে প্রতিনিয়ত, অতি গোপনে। এই রাশির জাতক বা জাতিকার এটা বুঝতে বা জানতে অনেকটা সময় লেগে যায়।

Advertisement

বৃষ রাশির উচিত রাশ্যাধিপতির জপ এবং প্রণাম করা।

প্রণাম মন্ত্র:

ওঁ হিমকুন্দমৃণালভং

দৈত্যানাং পরমং গুরুম্।

সর্বশাস্ত্রপ্রবক্তারং

ভার্গবং প্রণমাম্যহম্।।

আরও পড়ুন: রাশি অনুযায়ী কিসে আপনি বেশি ভয় পান জেনে নিন

জপমন্ত্র: ‘ওঁ হ্রীং শুক্রায়’

(অন্তত তিনবার)

এ ছাড়া এই রাশির উচিত হিরে এবং পীত মুক্তো গ্রহরত্ন ধারণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন