বাস্তু নিয়ম অনুযায়ী আপনার সন্তানের ঘর সাজান ও তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল করুন

বাস্তু অনুযায়ী যদি সন্তানের ঘর সাজানো হয়, তা হলে তাঁদের বুদ্ধির বিকাশ ঘটে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বাস্তু মতে ঘর সাজালে জীবনে উন্নতির পথেও কোনও বাধা আসে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৯ ০০:০০
Share:

বাস্তু অনুযায়ী যদি সন্তানের ঘর সাজানো হয়, তা হলে তাঁদের বুদ্ধির বিকাশ ঘটে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বাস্তু মতে ঘর সাজালে জীবনে উন্নতির পথেও কোনও বাধা আসে না।

Advertisement

বাস্তু মতে কী ভাবে সন্তানের ঘর সাজানো উচিত—

• প্রথমেই বলব, ঘরের প্রবেশ দ্বার কেমন হওয়া প্রয়োজন। সন্তানের ঘরের প্রবেশ দ্বারের মুখ উত্তর বা পূর্ব দিকে থাকতে হবে। পূর্ব দিকে বড় জানলা রাখতে হবে। যাতে বাইরের হাওয়া ভাল ভাবে প্রবেশ করতে পারে।

Advertisement

• বাচ্চাদের ঘরের মাঝখানে কোনও বড়, ভারী জিনিস রাখা যাবে না। মাঝখান সব সময় ফাঁকা রাখতে হবে।

• ঘরের দেওয়ালের রং হবে হালকা। যেহেতু বাচ্চাদের ঘর মানে লেখাপড়া হবেই, তাই হালকা সবুজ রং করা উচিত। এতে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে।

আরও পড়ুন: সঞ্চয়ে বাধা? দেখুন তো বাড়িতে এই জিনিসগুলো ঠিক আছে কি না

• বাচ্চাদের ঘরের ঈশান কোণের দিক কখনও অপরিষ্কার রাখা উচিত নয়। ঈশান কোণ সব সময় পরিষ্কার পরিছন্ন রাখতে হবে। সেখানে কোনও অপ্রয়োজনীয় জিনিস বা ডাস্টবিন রাখা যাবে না।

• বাচ্চাদের পড়ার টেবিল উত্তর বা পূর্ব দিকে রাখতে হবে। বাচ্চাদের পড়ার ঘরের ঈশান কোণে একটা ছোট দেবতার স্থান করতে হবে। সেখানে সরস্বতী মূর্তি রাখা অত্যন্ত শুভ।

• বাচ্চাদের বিছানা নৈঋত কোণে রাখার ব্যবস্থা করতে হবে। লক্ষ্য রাখতে হবে ঘুমনোর সময় যেন মাথা দক্ষিণ বা পূর্ব দিকে থাকে।

• বিশেষ করে লক্ষ্য রাখতে হবে বাচ্চাদের ঘর যেন সিঁড়ি বা বাথরুমের কাছাকাছি না হয়। এতে বাচ্চা মা-বাবার কথার অবাধ্য হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন