কেমন যাবে জুন ২০১৭

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

মেষ: রাজনীতির কারবারিদের সম্মান বাড়তে পারে। পুরনো কাজ ভাল না লাগায় কাজের ধরন পরিবর্তন। ব্যবসায় ভাল লাভের আশা। সংসারে শান্তি বাড়তে পারে।

Advertisement

বৃষ: প্রেমের জন্য খুব ভাল। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারে খুব সুখের সময়। বিদেশে যারা পড়াশোনা করেন, তাঁরা ভাল ফল পেতে পারেন।

Advertisement

মিথুন: ভাগ্য উন্নতির সুযোগ। কাজের চাপ প্রচুর বাড়বে। অপ্রিয় সত্য কথা বলার জন্য অশান্তি। জ্বর জাতীয় রোগ বাড়তে পারে। আয় বৃদ্ধি।

কর্কট: জমি কেনায় সমস্যা বাড়তে পারে। তীর্থ ভ্রমণ নিয়ে বাড়িতে আলোচনা। ব্যবসায় লাভ বাড়তে পারে। বয়স্কদের জন্য চিকিত্সার খরচ বাড়বে।

সিংহ: এই সময় থেকেই কিছু শুভ ইঙ্গিত পাবেন। শারীরিক কষ্ট পেতে পারেন। চাকরিস্থলে সঙ্কট বাড়তে পারে। অর্থনৈতিক ব্যাপারে চাপ বাড়বে।

কন্যা: এ মাসটি ভালয় মন্দয় মিশিয়ে। মায়ের জন্য কষ্ট বৃদ্ধি। কাজে বাধা। লটারি থেকে কিছু অর্থ আসতে পারে।

তুলা: প্রিয় জন অপমানিত করতে পারে। অপরের ধন প্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপসের কথা হতে পারে এ মাসে। বিবাহ ব্যাপারে আলোচনা শুরু।

বৃশ্চিক: এই সময় মনে বিষণ্ণতা আসার সম্ভাবনা। কাজে না যাওয়ার ইচ্ছা হলে তা দমন করবেন। ভোগ বিলাস বাড়তে পারে। বিবাহ জীবন সুখের ভিতর দিয়ে যাবে না। বেদ, পুরান ইত্যাদি চর্চা ও সাধুসেবায় আনন্দ।

ধনু: একটু বিবাদের মনোভাব থাকবে। রাস্তা ঘাটে বিপদ আসতে পারে, সাবধান। কোনও প্রিয় বস্তু নষ্ট হবার জন্য মনোকষ্ট বাড়তে পারে। বছরের এই সময় কোনও আর্থিক চাপ আসবে। সঞ্চয়ে বাধা।

মকর: ব্যবসায় লাভের মাত্রা বাড়তে পারে। ফাটকা ব্যবসার জন্য ভাল সময়। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্ম সূত্রে বিদেশ ভ্রমণের যোগ। প্রিয় জনের সঙ্গে মিলন এ মাসে খরচ বাড়াবে।

কুম্ভ: কিছু দান করবার জন্য মনে আনন্দ বাড়তে পারে। উচ্চশিক্ষায় ভাল সুযোগ মিলতে পারে। নতুন প্রেমের ইঙ্গিত। গুরুজনের শরীর নিয়ে চিন্তা। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার।

মীন: শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের জন্য কোনও দরকারি কাজের ব্যবস্থা হবে। ব্যবসার দিকে খবর সময়। তবে সঞ্চয় কম হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন