Astrological Predictions

২০২৪ সালে কি আপনার আয় বৃদ্ধি সম্ভব? বলে দেবেন শনির অবস্থান

শনির প্রভাবে অনেক বদল আসতে পারে। ২০২৪ সালে কোন রাশির ক্ষেত্রে কেমন সম্ভাবনা? জেনে নিন কোন রাশির জাতকদের ভাগ্যে কী রয়েছে।

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:৩১
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষ শাস্ত্র মতে ধীর গতির গ্রহের এক রাশিতে অধিক সময় অবস্থানের কারণে শুভ বা অশুভ উভয় ফল দানের ক্ষমতা বেশি। জ্যোতিষ শাস্ত্র মতে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি ধীর গতি সম্পন্ন গ্রহ। এই কারণে এই চার গ্রহের শুভ বা অশুভ ফল দানের ক্ষমতা বেশি। আগামী ২০২৪ সালে শনি গ্রহের ফল সম্পর্কিত বিষয়ে জানতে গ্রহের অবস্থান, গতি সম্পর্কে জানা প্রয়োজন।

Advertisement

আগামী ২০২৪ সালে শনি গ্রহ নিজ ক্ষেত্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। বছরের প্রথম দিন শনি গ্রহ কুম্ভ রাশিতে, শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। ৩০ জানুয়ারি ২০২৪ হইতে ১৫ নভেম্বর ২০২৪ (রাত ৮ টা ৭ মিনিট) পর্যন্ত বক্র গতিতে অবস্থান করবে। ১৬ নভেম্বর হইতে সম্মুখাভিমুখ (মার্গই) গতিতে বছরের শেষ দিন পর্যন্ত নিজ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করবে। শনির অবস্থান অনুযায়ী কোন রাশিকে কেমন ফল দান করবে –

মেষ রাশির একাদশে অবস্থান করবে শনি। শনির একাদশে অবস্থান শুভ। কুম্ভ রাশি মেষ রাশির আয়ক্ষেত্র। আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে। ধর্মীয় স্থান ভ্রমণ, ধর্মীয় পুস্তক পাঠ ইত্যাদি শুভফল দান করবে। কালো বস্তুর ব্যবসায় সফলতা, শরীর , সন্তান সংক্রান্ত বিষয়ে প্রভাব দান করবে।

Advertisement

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতি শনি, যদিও দশমে শনি ভাল ফল দান করেনা। তবুও দশম ক্ষেত্র অধিপতি নিজক্ষেত্রে অবস্থান এ ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, মন্ত্র, তন্ত্রের প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা। গৃহসুখ এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রভাব দান করবে।

মিথুন রাশির অষ্টম এবং নবম পতি। মিথুন রাশির তৃতীয় এবং ষষ্ঠ স্থানের সহিত সম্পর্ক সৃষ্টি করবে শনি, মিথুন রাশির পক্ষে শুভ।

কর্কট রাশির সপ্তম এবং অষ্টম ক্ষেত্র অধিপতি। কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে এবং সন্তান সংক্রান্ত ক্ষেত্রে প্রভাব দান করবে। উল্লিখিত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরী।

সিংহ রাশির ষষ্ঠ এবং সপ্তম ক্ষেত্র অধিপতি শনি। শারীরিক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। গৃহসুখ, মা এবং মাতৃ স্থানীয় সম্পর্কের উপর প্রভাব দান করবে।

কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠ ক্ষেত্র অধিপতি। কন্যা রাশির ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

তুলা রাশির চতুর্থ এবং পঞ্চম ক্ষেত্র অধিপতি। আয়, সন্তান, দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রভাব দান করবে।

বৃশ্চিক রাশির তৃতীয় এবং চতুর্থ ক্ষেত্র অধিপতি। শরীর স্বাস্থ্য, গৃহসুখ, মাতৃসুখ, এবং কর্ম সংক্রান্ত বিষয়ের উপর প্রভাব দান করবে।

ধনু রাশির দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্র অধিপতি। পরাক্রম বৃদ্ধি হলেও সন্তান, উচ্চ শিক্ষার উপর প্রভাব দান করবে।

মকর রাশির রাশি এবং দ্বিতীয় ক্ষেত্র নধিপতি। গৃহসুখ, মাতৃসুখ, এবং আয়ের উপর প্রভাব দান করবে।

কুম্ভ রাশির রাশি এবং দ্বাদশ ক্ষেত্র অধিপতি। পরাক্রম, আত্ম বিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা, দাম্পত্য সুখের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রভাব দান করবে।

মীন রাশির একাদশ এবং দ্বাদশ ক্ষেত্র অধিপতি। আয় সংক্রান্ত বিষয়ে প্রভাব দান করবে। প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাবার সম্ভাবনা।

জন্ম সময়ে গ্রহের অবস্থান এবং দশার উপর ফলের পরিবর্তন হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন