সাপ বাড়িতে খোলস ছাড়লে তা শুভ না অশুভ

সাপ নামটাই যেন অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে। সাধারণ মানুষ অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে সাপ মেরে ফেলে। সাপ মেরে ফেলা অন্যায় বা বেআইনি তো বটেই, একই সঙ্গে কিন্তু খুবই অশুভও।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০০:০০
Share:

সাপ নামটাই যেন অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে। সাধারণ মানুষ অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে সাপ মেরে ফেলে। সাপ মেরে ফেলা অন্যায় বা বেআইনি তো বটেই, একই সঙ্গে কিন্তু খুবই অশুভও।

Advertisement

কিন্তু যদি বাস্তু সাপের প্রশ্ন আসে তখন ব্যাপারটা পুরোপুরি আলাদা। নিজের বাড়ির বাস্তু সাপ কেউ কখনও মারতে চায় না। পাছে বাড়ির কোনও অমঙ্গল বা ক্ষতি হয়ে যায়। বাস্তু সাপ হোক বা অন্য কোনও সাপ, তা কখনও আপনার ভাগ্যের সহায়ক হতেও পারে।

এ বার দেখে নেওয়া যাক বাড়িতে সাপ খোলস ত্যাগ করা শুভ না অশুভ।

Advertisement

বাড়িতে সাপ খোলস ত্যাগ করা বা ছাড়া খুবই শুভ লক্ষ্মণ। বাড়িতে সাপের খোলস ছাড়া আপনার ভাগ্যের শুভ বার্তা নিয়ে আসে। বিশেষ করে বাড়ির মহিলাদের জন্য বা বাড়ির গৃহিণীদের জন্য খুবই শুভপ্রদ ফল দেয়।

আরও পড়ুন: কন্যা থেকে মীন রাশির ব্যক্তিরা কেমন ভাবে ধর্মাচরণ করে

বাড়িতে যদি কোনও সময় সাপ তার খোলস ছাড়ে, তা হলে বুঝবেন যে, কোনও না কোনও দিক থেকে আপনার শুভ কিছু ঘটতে চলেছে। যেমন সাপের স্বপ্ন দেখলে ভাগ্যের উন্নতি ঘটে, ঠিক তেমনই সাপ খোলস ছাড়লেও ভাগ্যের পরিবর্তন ঘটে।

সাপের খোলস দিয়ে কিছু টোটকা-

১) বাড়িতে বা অন্য যে কোনও জায়গায় যদি সাপের খোলস দেখতে পাওয়া যায়, তা হলে সেই সাপের খোলস থেকে অল্প কিছুটা অংশ নিয়ে একটা রুপোর মাদুলিতে ভরে বাহুতে বা গলায় পরলে অনেক বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

২) সাপের খোলসের অল্প কিছুটা অংশ নিয়ে লাল কাপড়ে বা রুপোর মাদুলিতে ভরে আলমারিতে বা ক্যাশবাক্সে রাখলে বাড়িতে অর্থের আগমন হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন