আপনার জন্মকুণ্ডলীতে  দারিদ্র যোগ নেই তো?

যদি দ্বিতীয় এবং একাদশ গৃহের অধিপতি এক সঙ্গে বা একাকী ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে। দ্বিতীয় বা একাদশ ঘরের অধিপতি নীচস্থ হয়। দ্বিতীয় বা একাদশ ঘরের অধিপতি অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে। কোনও নীচস্থ গ্রহ দ্বিতীয় বা একাদশ ঘরে অবস্থান করছে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫
Share:

প্রথমত জেনে নেওয়া যাক দারিদ্র যোগ কখন হয়:

Advertisement

দারিদ্র‍ যোগ:

যদি জন্মছকে রবি ও শুক্র কাছাকাছি ডিগ্রিতে বা একই নক্ষত্রে একত্রে অবস্থান করে, তখন দারিদ্র‍ যোগ তৈরি হয়। এই ধরনের জাতককে সারা জীবন দারিদ্র যন্ত্রণা ভুগতে হয়। এ ছাড়া লগ্নের দশমে, রবির একাদশে, চন্দ্রের অষ্টমে কোনও গ্রহ না থাকলেও এই যোগ হয়।

Advertisement

যদি দ্বিতীয় এবং একাদশ গৃহের অধিপতি এক সঙ্গে বা একাকী ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে। দ্বিতীয় বা একাদশ ঘরের অধিপতি নীচস্থ হয়। দ্বিতীয় বা একাদশ ঘরের অধিপতি অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে। কোনও নীচস্থ গ্রহ দ্বিতীয় বা একাদশ ঘরে অবস্থান করছে।

ফলাফল: এটি একটি দুর্ভাগ্যজনক দারিদ্র যোগ।

শাস্ত্র বাক্য আক্ষরিক অর্থে মেনে চললে, অনেক সময়েই ভুল সিদ্ধান্তে পৌঁছতে হতে পারে এবং বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বৃহন্নলাদের থেকে এই জিনিসটি চেয়ে নিজের কাছে রাখলে অর্থসঙ্কট দূর হবে

উদাহরণ স্বরূপ একটা শ্লোকের উল্লেখ করা হচ্ছে।

‘উড়ুদায়প্রদীপম’ জ্যোতিষশাস্ত্রে একটি অতি নির্ভরযোগ্য গ্রন্থ। সেই গ্রন্থে ‘দারিদ্রযোগপ্রকরণম’ অধ্যায়ে বলা আছে -

‘রবিণা সহিতো মন্দঃ শুক্রেণ চ যুতোপি বা।

এষ দারিদ্রযোগো বৈ সমুদ্রমপি শোষয়েৎ।।’

অর্থাৎ শুক্র, শনি ও রবি এই তিন গ্রহ একত্রে যুক্ত থাকলে এমন দারিদ্র যোগ হয় যে সমুদ্রও শুষ্ক হয়ে যায়।

আপনার হাতে যদি ভাগ্য রেখা এবং রবি রেখা বেশ কয়েকটি জায়গায় ভগ্ন অবস্থায় থাকে, তা হলেও দারিদ্র যোগ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন