Solar Eclipse on Mahalaya

মহালয়ার তিথিতেই ঘটবে সূর্যগ্রহণ! তর্পণের ক্ষেত্রে কোনও বাধা রয়েছে? বিশেষ কোনও নিয়ম মানতে হবে কি?

হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্য দিকে, মহালয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুটো বিষয় একই দিনে পড়ায় অনেকেরই মনে চিন্তা জাগছে মহালয়ায় তর্পণ করা যাবে কি না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৮
Share:

—প্রতীকী ছবি।

২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার মহালয়া। আবার ওই একই দিনে হবে বছরের শেষ সূর্যগ্রহণ। মহালয়ায় অনেকেই পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের জল অর্পণ করে থাকেন। হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্য দিকে, মহালয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুটো বিষয় একই দিনে পড়ায় অনেকেরই মনে চিন্তা জাগছে মহালয়ায় তর্পণ করা যাবে কি না। কারণ কথিত রয়েছে, গ্রহণের দিন কোনও বিশেষ কাজ করতে নেই। সে ক্ষেত্রে গ্রহণের দিন তর্পণ কি ভাবে করা যাবে। আবার অনেকের মনেই প্রশ্ন থেকে যায় যে এই দিনে তর্পণ করলে বিশেষ কিছু নিয়ম মানতে হয় কি না?

Advertisement

মহালয়ার দিনে গ্রহণ পড়লে কি বিশেষ কোনও নিয়ম মানতে হয়?

মহালয়ার দিন গ্রহণ পড়েছে বলে যে বিশেষ কোনও নিয়ম মানার প্রয়োজন রয়েছে এমন ভাবার কোনও কারণ নেই। এর বিশেষ কিছু নিয়ম মানার প্রয়োজন হত যদি ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হত। ভারতে গ্রহণ দৃশ্যমান হলে তর্পণ করার কিছু নিয়ম মানতে হত, যেমন- গ্রহণ শুরু হওয়ার আগেই তর্পণের নিয়ম সেরে ফেলতে হত। গ্রহণ শুরু হয়ে গেলে পিতৃপুরুষদের জল দান, ভোজ্যদান, কোনও আচার-নিয়মই পালন করা যেত না। গ্রহণ চলাকালীন এই কাজ করলে এর কোনও শুভ ফল পাওয়া যায় না।

Advertisement

যে হেতু এই সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য, তাই মহালয়ার দিন তর্পণ করা যেতে পারে। তর্পণের সময় মেনে এই দিন তর্পণ করা যাবে। মহালয়ার দিন গ্রহণের জন্য বিশেষ কোনও নিয়ম মানতে হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement