—প্রতীকী ছবি।
পুজো মানেই বেশির ভাগ সময় বাড়ির বাইরে আনন্দ করে কাটানো, ঠাকুর দেখা, সকলের সঙ্গে বাইরে মজা করা। অনেক দিন আগে থেকেই ভাবনাচিন্তা চলতে থাকে যে পুজোর ক’দিন কী কী করা হবে। পঞ্চমীর দিন থেকে দশমী পর্যন্ত হুল্লোড় করে ঠাকুর দেখার মজাই আলাদা। তবে এক বার ভেবে দেখেছেন, এই আনন্দের মাঝে যদি হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু হয়, কেমন লাগবে? পুজোর কয়েকটা দিন আমরা সকলেই চাই যে রোদ ঝলমলে আকাশে যেন মেঘ-বৃষ্টির কোনও আভাস না থাকে। কিন্তু এই বছরের পুজোয় কি তেমন আবহাওয়া থাকবে?
সকলের মনে একটাই প্রশ্ন, পুজোয় এ বার বৃষ্টি হবে কি না? বিগত কয়েক বছর ধরে পুজোর সময় সামান্য বৃষ্টি হয়ে আসছে। তবে খুব একটা বেশি পরিমাণে নয়, ঠাকুর দেখায় বিশেষ সমস্যা হচ্ছিল ন। কিন্তু এই বছর যেহেতু পুজো অনেকটা এগিয়ে এসেছে, তাই বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে। সাধারণত অক্টোবরের প্রথম দশ দিনের পর থেকেই বর্ষা বিদায় নিতে শুরু করে। কিন্তু এই বছর পুজো সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে শুরু, তাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
কেন হয় বৃষ্টিপাত?
বর্ষার সময় সূর্য এবং অন্যান্য গ্রহের অবস্থানের পরিবর্তন হয়, যার ফলে পৃথিবীতে বায়ুমণ্ডলীয় পরিবর্তন ঘটে, যা বৃষ্টিপাতের জন্য দায়ী। বর্ষা যে হেতু পুরোপুরি বিদায় নেয়নি, তাই গ্রহের প্রভাব অনুসারে এই বছর পুজোয় বৃষ্টি হতে পারে।
মনে করা হচ্ছে, এই বছর পুজোয় পঞ্চমী থেকে অষ্টমী খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে নবমী এবং বিজয়া দশমীতে বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ভোগান্তি হতে পারে অষ্টমীর বিকেল থেকেই।