Durga Puja 2025

দেবীর আসার আনন্দে ঘর সাজাচ্ছেন? অপ্রয়োজনীয় দ্রব্যে ঘর ভরালে রুষ্ট হন মা দুর্গা, আজই সরান তিন জিনিস

মা দুর্গার আগমনীর আনন্দে ঘরে কেবল নতুন জিনিস আনলেই হবে না। মা দুর্গার কৃপা পেতে ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসও বার করতে হবে। না হলে রুষ্ট হবেন দেবী।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দুর্গাপুজো এগিয়ে এলেই শুরু হয়ে যায় ঘর পরিষ্কারের তোড়জোড়। বহু মানুষই এই সময় নিজেদের জন্য জামাকাপড় কেনার সঙ্গে সঙ্গে ঘর-বাড়ির জন্যও নতুন নতুন জিনিস কেনেন। মা দুর্গার আগমনীর আনন্দে ঘরকে নতুন রূপে সাজিয়ে তোলেন। কিন্তু ঘরে কেবল নতুন জিনিস আনলেই হবে না। মা দুর্গার কৃপা পেতে ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসও বার করতে হবে। না হলে রুষ্ট হবেন দেবী। অগোছালো ঘর মা দুর্গা মোটেই পছন্দ করেন না। বিশেষ করে ঘরে যে বাড়িতে বাতিল জিনিস জমিয়ে রেখে দেওয়া হয় সেখানে তিনি থাকেন না।

Advertisement

পুজোর আগে কী কী জিনিস বাড়ি থেকে বার করতে হবে?

ভাঙা মূর্তি: শাস্ত্রমতে, বাড়িতে ভাঙা মূর্তি জমিয়ে রাখা অশুভ। বিশেষ করে কোনও দেবতার ভাঙা মূর্তি বাড়িতে জমিয়ে রাখতে নেই। এতে বাস্তুর অকল্যাণ হয়। কিন্তু সেই মূর্তি যেখানে-সেখানে ফেলে দিলেও হবে না। কোনও জলাধারে ভাসিয়ে দিতে হবে। দুর্গাপুজোর আগে বাড়ি থেকে সকল ভাঙা মূর্তি সরিয়ে ফেলাই শ্রেয়।

Advertisement

বন্ধ ঘড়ি: বাড়িতে বন্ধ ঘড়ি রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর ফলে জীবনে নানা বাধাবিপত্তি সৃষ্টি হয়। তাই মা দুর্গার আগমনীর আগে বাড়ি থেকে বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুন। না হলে দেবীর রোষে পড়তে হতে পারে।

পুরনো চটি-জুতো: অব্যবহৃত চটি-জুতো বাড়িতে জমিয়ে রাখতে নেই। এতে শনিদেব যেমন রুষ্ট হন, তেমনই মা দুর্গাও এই ব্যাপারটি মোটেই পছন্দ করেন না। বাড়িতে নেতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। অন্যের ব্যবহারের যোগ্য হলে সেগুলি দান করে দেওয়া যেতে পারে। না হলে ফেলে দেওয়াই শ্রেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement