—প্রতীকী ছবি।
পুজো মানেই প্রেম। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁরা পুজোর আগে থেকেই মনের মানুষের সঙ্গে কোথায় যাবেন, কী খাবেন প্রভৃতি নানা পরিকল্পনা শুরু করে দেন। আর যাঁরা এখনও মনের মানুষ খুঁজে পাননি, তাঁদের অনেকেই পুজোর আগে কোমর বেঁধে সঙ্গীর খোঁজে লেগে পড়েন। পুজোর আগেই ঘর বদলাচ্ছে শুক্র। ১৫ সেপ্টেম্বর শুক্র কর্কট থেকে পরবর্তী রাশি সিংহে প্রবেশ করবে। এই পরিবর্তনের ফলে চাপে পড়বেন কয়েকটি রাশি। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে খারাপ প্রভাব আনবে শুক্রের ঘর পরিবর্তন।
কোন পাঁচ রাশিকে ভুগতে হবে?
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে শুক্রের ঘর পরিবর্তন সুখকর হবে না। সম্পর্কে নানা ঝামেলা লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কোনও নতুন সম্পর্কে জড়ানোর জন্যও এটি শুভ সময়কাল হবে না। মেষ রাশির পুজোর প্রেম শুক্রের ঘর পরিবর্তনের প্রভাবে ভেস্তে যেতে পারে।
কন্যা: প্রেম থেকে সাধারণত দূরে থাকতেই পছন্দ করেন কন্যা রাশির জাতক-জাতিকারা। তা-ও পুজোর আগে মন চাইলেও সম্পর্কে জড়াতে পারবেন না এই রাশির ব্যক্তিরা। যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের মধ্যে পুজোর মুখে বিচ্ছেদ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
তুলা: তুলা রাশির ব্যক্তিদের দাম্পত্যজীবনে নানা দিক থেকে সমস্যা আসতে পারে। পুজোর প্রেম জমতে গিয়েও ছোটখাটো ঝামেলার প্রভাবে জমে উঠতে পারবে না। ভালবাসায় কষ্ট পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। মন দিয়ে ব্যথা পেতে হবে।
মকর: স্বাধীনচেতা মকর রাশির ব্যক্তিরা দাম্পত্য জীবনে নানা ঝামেলার মুখে পড়তে পারেন। সেই ঝামেলা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সতর্ক থাকা বাঞ্ছনীয়। কথা বুঝেশুনে বলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলা আবশ্যিক। না হলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়বে।
মীন: শুক্রের ঘর পরিবর্তন মীনের প্রেমজীবনে কাল হয়ে নেমে আসবে। ভালবেসে প্রতারিত হতে হবে। মনের মানুষ এই রাশির ব্যক্তিদের বুঝবেন না। যে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। সতর্ক থাকা জরুরি। না হলে ঝামেলা বড় আকার ধারণ করে বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।