—প্রতীকী ছবি।
চলতি মাসের শেষেই পুজো। বাকি আর হাতেগোনা কয়েকটি দিন। শেষ মিনিটের কেনাকাটা সারতে সকলেই ব্যস্ত এখন। এরই মাঝে হঠাৎ যদি হাতে বেশ কিছু বাড়তি টাকা চলে আসে তাহলে মন্দ হয় না। এমন ভাবনা সকলের মাথাতেই খেলে বেড়ায়। আর এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে লটারি। কিন্তু লটারি যেমন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে, তেমনই এক লহমায় সমস্ত টাকা কেড়েও নিতে পারে। তাই লটারি কাটার আগে ভাগ্য যাচাই করে নেওয়া জরুরি। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ১৪ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে দেখে নিন।
মেষ– এই সপ্তাহটা মেষ রাশির জাতকদের ক্ষেত্রে লটারির কাটার পক্ষে অনুকূল থাকবে। মন চাইলে লটারি কেটে দেখতে পারেন।
বৃষ– বৃষ রাশির জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না। লটারি কাটার হলে মধ্য ভাগটাই বেছে নিন।
মিথুন– লটারির কাটার জন্য গোটা সপ্তাহটাই মিথুন রাশির জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। তবে খুব বেশি আশা না রাখা ভাল। কম সংখ্যক লটারি কাটাই বুদ্ধির কাজ হবে।
কর্কট – কর্কট রাশির জাতকেরা এই সপ্তাহে একটু চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। প্রাপ্তিযোগ থাকলেও টাকা হারানোর ভয়ও রয়েছে।
সিংহ– সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের যে কোনও সময়ে সিংহ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। কিন্তু খুব বেশি আশা রাখবেন না।
কন্যা– কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। শেষের দিকটা বেশি ভাল বলে মনে হচ্ছে। ইচ্ছা থাকলে সেই সময়ই লটারি কাটুন।
তুলা– এই সপ্তাহে তুলা রাশির জাতকেরা লটারির টিকিট কাটতে পারেন, ভাল আর্থিক যোগ রয়েছে।
বৃশ্চিক– সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের প্রথম ভাগটা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে সেই সময় লটারি কাটুন।
ধনু– এই সপ্তাহে ধনু রাশির জাতকদের খুব বেশি লটারির দিকে না ঝোঁকাই বুদ্ধিমানের কাজ হবে। ইচ্ছা থাকলে খুব কম অঙ্কের লটারি কেটে চেষ্টা করতে পারেন।
মকর– লটারির দিকে মকর রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। তবে অর্থপ্রাপ্তি যে একেবারে নেই তা নয়। কম অঙ্কের লটারি কেটে ভাগ্য পরখ করে দেখতে পারেন।
কুম্ভ– কুম্ভ রাশির জাতকেরা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় দূরে থাকাই ভাল হবে।
মীন– এই সপ্তাহে মীন রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। কম অঙ্কের লাটরি কাটতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)