ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
পুজোর আগেই নানা গ্রহ নিজেদের ঘর বদলাতে চলেছে। যার প্রভাব সমস্ত রাশিকেই কমবেশি ভোগ করতে হবে। সেপ্টেম্বরের ১৭ তারিখ, বিশ্বকর্মা পুজোর দিন রবি নিজের রাশি সিংহ থেকে পরবর্তী রাশি কন্যাতে গমন করবে। কন্যার বিপরীতে রয়েছে মীন রাশি। মীন রাশিতে এখন অবস্থান করছে শনি। ফলত রবি ও শনির মধ্যে সংযোগ স্থাপিত হবে। সে কারণে অনেকের ভাগ্যে ভাল সময় নেমে এলেও, কুপ্রভাবের শিকার হতে হবে কয়েকটি রাশিকে। কোনও গ্রহের স্থান পরিবর্তনের ফলে কতটা খারাপ বা ভাল ফল পাবেন তার অনেকটাই নির্ভর করে নির্দিষ্ট ব্যক্তির জন্মছকের উপর। তা সত্ত্বেও শনি ও রবির সংযোগ স্থাপনে চার রাশির ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।
কোন রাশির ব্যক্তিরা খারাপ ফল পাবেন?
মিথুন: শনি-রবির সংযোগের ফলে মিথুন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হতে পারেন। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। কাজ করার ইচ্ছা হারাবেন। পরিবারে ছোটখাটো বিষয়ে ঝামেলা লেগেই থাকবে। এই সময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। রোজকার জীবনধারায় নিয়ম মেনে চলুন। অযথা ঝামেলায় জড়াবেন না।
সিংহ: সিংহ রাশির ব্যক্তিদের কপালেও দুর্ভাগ্যের অন্ধকার নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্র থেকে সম্পর্কক্ষেত্র, সব জায়গায় ঝামেলার সম্মুখীন হতে হবে। কথায় কথায় মাথা গরম হয়ে যেতে পারে। কিন্তু মেজাজ হারালে সমস্যার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। শান্ত ভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন।
ধনু: শনি-রবির সংযোগ ধনু রাশির জন্য ফলপ্রদ হবে না। শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। বিশেষ করে হার্টের সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থক্ষেত্রেও টালমাটাল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তবে ভয় পাওয়ার দরকার নেই। মাথা ঠান্ডা রেখে চললে পরিস্থিতি অনেকটা আপনার বশেই থাকবে।
কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরাও কাজের জায়গায় মুশকিলে পড়তে পারেন। কোনও কাজই মনের মতো হবে না। হয়ে আসা কাজ শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে। যে কোনও কাজে বাধাপ্রাপ্ত হতে হবে। তবে হাল ছাড়লে চলবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে। মেজাজ নিজের বশে রাখতে হবে।