—প্রতীকী ছবি।
প্রতিটি গ্রহই সময়ে সময়ে রাশি বদলায়। কোনও গ্রহ মাসের অন্তরে ঘর বদলায়, কেউ আবার বছরে। সাধারণত গ্রহের গতির উপর নির্ভর করে এগুলি হয়। দ্রুত গতির গ্রহেরা খুব বেশি দিন একটা রাশির ঘরে থাকে না। অন্য দিকে, ধীর গতির গ্রহেরা বেশ কিছু দিন এক রাশিতে থাকে। উভয়েই সেই অনুযায়ী ফলদানও করে। সেপ্টেম্বরে রাশি বদলাবে শুক্র। বিশ্বকর্মা পুজোর ঠিক আগে, ১৫ সেপ্টেম্বর শুক্র কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। সিংহ সূর্যের স্থান। শুক্র সেখানে গিয়ে সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে। এই সংযোগের ফলে লাভবান হবেন তিন রাশি। জেনে নিন তাঁরা কারা।
কোন তিন রাশি শুভ ফল পাবেন?
কর্কট: কর্কট রাশির অর্থভাগ্যে শুক্র ও সূর্যের সংযোগের দারুণ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে। এরই সঙ্গে দায়িত্বও বাড়বে, যা আপনাকে পেশার ক্ষেত্রে যেতে সাহায্য করবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির মুখ দেখতে পাবেন। নতুন জমি বা বাড়ি কেনার সুযোগ আসবে। বস্তুগত সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যত্মিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে।
সিংহ: শুক্র-সূর্যের যোগ সিংহের জীবনে সুদিন নিয়ে আসবে। নানা দিক থেকে ইতিবাচক ফল পাবেন। বিবাহিত জীবন সুখে কাটবে। সন্তানভাগ্যেরও উন্নতি ঘটবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। কর্মক্ষেত্রের জটিলতা পিছু ছাড়বে। যে সকল সিংহ রাশির ব্যক্তিরা বহু দিন ধরে ব্যবসা শুরুর কথা ভাবছেন, তাঁরা এই সময় শুভ কাজটু শুরু করতে পারেন। শেযার বাজারে বিনিয়োগ করে দারুণ ফল পাবেন বলে মনে করা হচ্ছে।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সংযোগ কার্যকরী হবে। পেশার ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। সকলে আপনাকে মান্য করে চলবে। বহু দিন ধরে চলে আসা কোনও মামলার সুরাহা হবে। জমি, বাড়ি, গাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। পরিবারে সকলে মিলে কোথাও ভ্রমণে যেতে পারেন। এর ফলে আপনাদের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি হবে। সন্তানের দিক থেকেও কোনও ভাল খবর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।