Vishwakarma Puja Tips

ব্যবসায় উন্নতি আনতে শুধু বিশ্বকর্মার পুজো করলেই হবে না, করতে হবে বিশেষ কিছু উপায়, তা হলেই হবে ‘লক্ষ্মীলাভ’

প্রভু বিশ্বকর্মার আশীর্বাদে জীবন তথা ব্যবসায় উন্নতি হয়। শিল্পের দেবতা বিশ্বকর্মাকে বিভিন্ন অফিস, কারখানা, দোকান, এমনকি বাড়িতেও পুজো করা হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫১
Share:

—প্রতীকী ছবি।

১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা হলেন দৈবিক দেব। তিনি বিশ্বের সকল কর্মের দেবতা। হিন্দুশাস্ত্র মতে, প্রায় সমস্ত পুজোর তিথি নির্ধারিত হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে। কিন্তু বিশ্বকর্মা পুজোর তিথি নির্ধারিত হয় সূর্যের গতির উপর নির্ভর করে। সূর্য রাশি পরিবর্তন করে সিংহ থেকে কন্যা রাশিতে যাওয়ার দিন হয় বিশ্বকর্মা পুজো।

Advertisement

প্রভু বিশ্বকর্মার আশীর্বাদে জীবন তথা ব্যবসায় উন্নতি হয়। শিল্পের দেবতা বিশ্বকর্মাকে বিভিন্ন অফিস, কারখানা, দোকান, এমনকি বাড়িতেও পুজো করা হয়। কিন্তু কেবল তিথি মেনে পুজো করলেই যে বিশাল ফলপ্রাপ্তি ঘটবে তা নয়। বিশ্বকর্মার পুজো করে ব্যবসা উন্নত করতে চাইলে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজনীয়। জেনে নিন সেগুলি কী কী।

ব্যবসায় উন্নতি আনতে বিশ্বকর্মা পুজোয় কী কী করতে হবে?

Advertisement

· বিশ্বকর্মার হাতে যে ঘুড়ি দিতে হয় সেটা প্রায় আমরা সকলেই জানি। কিন্তু পুজোর পর প্রভুর বিগ্রহের সঙ্গে সেই ঘুড়িকেও ভাসিয়ে দিলে চলবে না। ব্যবসার স্থানে সেই ঘুড়িটিকে রেখে দিতে হবে। টাকার বাক্সের কাছে অথবা লোহার বস্তু যেখানে থাকে সেখানে ঘুড়িটিকে রাখতে পারলে বেশি ভাল হয়, অন্যান্য জায়গায় রাখলেও ক্ষতি নেই। এতে ব্যবসায় উন্নতি হবে।

· বিশ্বকর্মা পুজোর জোগাড় করার আগে স্নান করা আবশ্যিক। স্নানের জলে অল্প কালো তিল দিয়ে স্নান সারুন। ব্যবসার স্থানের সকল জটিলতা থেকে মুক্তি পাবেন।

· সাদা ও হলুদ রং প্রভু বিশ্বকর্মার খুবই পছন্দের। তাঁকে এই দুই রঙের মিষ্টি ও ফুল অবশ্যই অর্পণ করুন।

· প্রভু বিশ্বকর্মা কাশফুল খুবই পছন্দ করেন বলে বিশ্বাস করা হয়। এই পুজোয় কাশফুল নিবেদন করতে পারলেও খুব ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement