Numerological Prediction of September

নয় নম্বর মাসে এসে ফ্যাসাদে পড়বেন তিনটি জন্মসংখ্যার মানুষ, পুজোর মজা হতে পারে মাটি! বাকিদের ভাগ্যে কী রয়েছে?

১২টি মাসের মধ্যে সেপ্টেম্বর হল নয় নম্বর মাস। সংখ্যাতত্ত্ব অনুসারে দেখতে গেলে প্রতিটি সংখ্যারই নিজস্ব গুরুত্ব রয়েছে। সেটির উপর নির্ভর করে এই মাসটি কার কেমন যাবে দেখে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৬
Share:

—প্রতীকী ছবি।

প্রতিটা দিন যেমন প্রতিটি মানুষেরই ভাল যায় না, তেমনটাই হয় মাস বা বছরের ক্ষেত্রেও। ১২টি মাসের মধ্যে সেপ্টেম্বর হল নয় নম্বর মাস। সংখ্যাতত্ত্ব অনুসারে দেখতে গেলে প্রতিটি সংখ্যারই নিজস্ব গুরুত্ব রয়েছে। সেই গুরুত্ব দিয়ে বিচার করে কোন জন্মসংখ্যার জন্য ’২৫-এর ৯ নম্বর মাস কেমন যাবে দেখে নেওয়া যাক।

Advertisement

জন্মসংখ্যা অনুযায়ী সেপ্টেম্বর—

১: ১ জন্মসংখ্যার ব্যক্তিদের সেপ্টেম্বরে বিশেষ সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তাই সব ক্ষেত্রে ভেবেচিন্তে পা বাড়াতে হবে। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা কাম্য, নয়তো সমস্যা আরও বৃদ্ধি পাবে। কোনও ব্যাপারে হঠকারিতা করা যাবে না। ধৈর্য রেখে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

Advertisement

২: যে সকল মানুষের জন্মসংখ্যা ২ , তাঁদেরও এই মাসে সতর্ক থাকতে বলা হচ্ছে। ২ জন্মসংখ্যার মানুষদের জন্যও সেপ্টেম্বর মাসটি সুবিধার হবে না। দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সতর্কতার সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে অপদস্থ করার ষড়যন্ত্র করতে পারেন।

৩: ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা এই মাসে নানা দিক থেকে সুযোগ পাবেন। সাহসের সঙ্গে সেই সকল সুযোগ ব্যবহার করতে হবে। পিছপা হলে চলবে না। তা হলেই ভাগ্য পিছলে পড়বে। এই মাসটি নতুন কিছু শেখার জন্য কাজে লাগাতে পারেন। তা হলে বছরের শেষটা ভালয় ভালয় হবে বলে মনে করা হচ্ছে।

৪: সেপ্টেম্বরে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ৪ জন্মসংখ্যার ব্যক্তিদের একটু ভাবনাচিন্তা করা প্রয়োজন। হঠকারিতা করতে গিয়ে ঝামেলায় ফেঁসে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। মনের কথা মুখে আনতে হবে, না হলে সফলতা হাতছাড়া হয়ে যেতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে পস্তাতে হবে। সর্বদা সত্যি কথা বলার চেষ্টা করতে হবে।

৫: ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা সেপ্টেম্বরে কাজ করার অদম্য শক্তি পাবেন। যে কোনও কাজ শুরু করলে সেটা খুব ভাল ভাবে শেষ করতে পারবেন। অপরের সাহায্যের বিশেষ দরকার পড়বে না। সব ক্ষেত্রেই নতুন করে আগ্রহ খুঁজে পাবেন। কিন্তু সেই ঝোঁকে বেশি কাজের দায়িত্ব নিয়ে নিলে মুশকিল হতে পারে। যুক্তিপূর্ণ ভাবে ভেবেচিন্তে প্রতিটা পদক্ষেপ করলে আপনাদেরই সুবিধা হবে।

৬: সেপ্টেম্বর থেকে ৬ জন্মসংখ্যার মানুষদের সুসময় শুরু হবে বলে মনে করা হচ্ছে। সম্পর্কক্ষেত্র থেকে কর্মক্ষেত্র, সর্ব ক্ষেত্রে ব্যালেন্স করে চলতে পারবেন। জীবনের নতুন মানে খুঁজে পাবেন। আশপাশের লোকেরা আপনার কথায় সহজেই আকৃষ্ট হবেন। সর্বদা একটা পজ়িটিভ পরিবেশ আপনাদের ঘিরে থাকবে।

৭: ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের এই মাসে উদ্বেগ বৃদ্ধি পাবে। কায়িক শ্রমের পরিমাণও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। কোনও দিক থেকেই শান্তি পাবেন না। মনে সর্বদা একটা অস্থিরতা কাজ করবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। না হলে পরিস্থিতি আরও বিগড়োবে। হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।

৮: সেপ্টেম্বরে ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে। কর্মক্ষেত্রের সমস্যার মেঘও ধীরে ধীরে কাটতে শুরু করবে। জীবনের নতুন দিশা খুঁজে পাবেন। ধৈর্য হারালে চলবে না। নতুন সুযোগের হাতছানি পেলেই সেটাকে গ্রহণ করতে হবে, তা হলেই সফলতা আসবে।

৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। তাড়াহুড়ো করলে মনের মতো ফল না-ও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করলে খুব ভাল ফল পেতে পারেন। কারও সঙ্গে কোনও প্রকার ঝামেলায় জড়ানোর থেকে বিরত থাকতে হবে। সম্পর্কে টানাপড়েন আসলেও তা মিটে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement