Pitru Paksha Lucky Dreams
স্বপ্নে প্রায়ই প্রয়াত দাদু-দিদার দেখা পান? পিতৃপক্ষের ১৫ দিন এই স্বপ্ন দেখার মাহাত্ম্য বিশেষ, খোঁজ দিলেন জ্যোতিষী
পিতৃপক্ষের সময় কয়েকটি স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। এর অর্থ বোঝায় পূর্বপুরুষেরা আপনার কাজে তুষ্ট হয়েছেন। স্বপ্নের মাধ্যমে তাঁরা আপনাকে আশীর্বাদ করছেন। তেমনই স্বপ্নে একটা জিনিস দেখলেই সতর্ক হতে হবে।
আমরা প্রায় সকলেই জানি যে মহালয়া
থেকে সূচনা হয় দেবীপক্ষের। তার আগের ১৫ দিন ধরে চলে পিতৃপক্ষ। ভাদ্র পূর্ণিমার
পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত চলে পিতৃপক্ষ। অমাবস্যায় পিতৃপক্ষের
শেষ হয়। শুরু হয় দেবীপক্ষ। এই বছর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে পিতৃপক্ষ, চলবে ২০
সেপ্টেম্বর পর্যন্ত। যাঁদের কোষ্ঠীতে পিতৃদোষের উল্লেখ রয়েছে, তাঁদের
জন্য এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় প্রয়াত পূর্বপুরুষদের মৃত্যুতিথি
মেনে তর্পণ করার রীতির উল্লেখ রয়েছে। এতে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বদলে
আশীর্বাদ প্রাপ্তি ঘটে। শাস্ত্র বলছে, পিতৃপক্ষের সময় কয়েকটি স্বপ্ন দেখা অত্যন্ত
শুভ। এর অর্থ বোঝায় পূর্বপুরুষেরা আপনার কাজে তুষ্ট হয়েছেন। স্বপ্নের মাধ্যমে
তাঁরা আপনাকে আশীর্বাদ করছেন। তেমনই স্বপ্নে একটা জিনিস দেখলেই হতে হবে সতর্ক।
পিতৃপক্ষে কী কী স্বপ্ন দেখা শুভ ও
অশুভ?
- স্বপ্নে যদি নিজেকে পূর্বপুরুষদের
খাবার খাওয়াতে দেখেন তা হলে বুঝতে হবে যে পূর্বপুরুষেরা আপনার দেওয়া খাবার সানন্দে
গ্রহণ করেছেন। তাঁরা আপনার কর্মে খুশি হয়েছেন এবং দু’হাত ভরে আশীর্বাদ করেছেন। এর
ফলে শীঘ্রই আপনার জীবনে সুসময়ের সূত্রপাত ঘটবে।
- কিন্তু স্বপ্নে যদি দেখেন যে
পূর্বপুরুষরা দুঃখে রয়েছেন, তা হলে বুঝতে হবে যে তাঁরা আপনার কর্মে অসন্তুষ্ট
হয়েছেন এবং ব্যথা পেয়েছেন। এর ফল ভাল না হওয়ার আশঙ্কা প্রবল। এমন স্বপ্ন দেখলে
সতর্ক হওয়া বাঞ্ছনীয়।
- স্বপ্নে যদি পূর্বপুরুষদের আপনার
বাড়ি আসতে দেখেন, ঘরে ঘুরে বেড়াতে দেখেন তা হলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। বরং
স্বস্তির নিঃশ্বাস ফেলুন কারণ এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ। এই স্বপ্নের অর্থ হল
পূর্বপুরুষেরা আপনার উপর তুষ্ট হয়েছেন। এর ফলে জীবনে অর্থ ও সুখের জোয়ার আসতে পারে
বলে মনে করা হয়।