ছবি: এআই।
সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে যেমন মানুষের রাশি, লগ্ন প্রভৃতি অনুযায়ী তাঁরা নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য, স্বভাব প্রভৃতি বলে দেওয়া যায়। তেমনই সংখ্যাতত্ত্বের সাহায্যে এক জন মানুষের সম্বন্ধে নানা গোপন তথ্য বলে দেওয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্রের গণনা সংখ্যাতত্ত্বের তুলনায় অপেক্ষাকৃত কঠিন। সংখ্যাতত্ত্বের সাহায্যে গণনা করা বিশেষ কোনও ব্যাপার না, সাধারণ মানুষও এই গণনা করে ফেলতে পারেন। কেবল সঠিক জন্মতারিখ দ্বারা জন্মসংখ্যা হিসাব করে নিলেই হবে।
সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, যে সকল মেয়েদের জন্মসংখ্যা ৭, তাঁদের প্রতি ছেলেরা সহজেই আকৃষ্ট হন। তার মানে এটা নয় যে ছেলেরা অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হন না। তবে বাকিদের তুলনায় ছেলেরা এই নির্দিষ্ট জন্মসংখ্যার মেয়েদের প্রতিই বেশি আকৃষ্ট হন বলে জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। ৭ জন্মসংখ্যার নারীদের বিশেষত্ব কী, কেনই বা ছেলেরা এঁদের দিকেই বেশি আকৃষ্ট হন। জেনে নিন সবটা।
৭ জন্মসংখ্যার নারীদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কী?
এঁদের দিকে ছেলেরা বেশি আকৃষ্ট হন কেন?
এই জন্মসংখ্যার মেয়েদের সততা আর সরলতা এঁদের প্রতি ছেলেদের আকর্ষণ বাড়িয়ে তোলে। বেশি লোকের সঙ্গে মিশতে না পারলেও, যাঁদের সঙ্গে এই সকল মেয়েরা মেশেন তাঁদের কখনও কষ্ট পেতে দেন না। তাঁদের এই স্বভাবও ছেলেদের এই জন্মসংখ্যার মেয়েদের প্রতি আকৃষ্ট করে। এঁদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই ছেলেরা এঁদের প্রতি আকর্ষিত হয়।