Love Horoscope

পুজোর মাসে চার রাশির গায়ে ‘প্রেমের হাওয়া’ লাগতে পারে, বাকিদের ভাগ্যে কি সেই সুখ নেই? রাশি মিলিয়ে দেখে নিন

পুজোর মাসেই যদি সম্পর্কে ঝামেলার সম্মুখীন হতে হয় তা হলে মন ভারাক্রান্ত হয়ে পড়াই স্বাভাবিক। তবে ঝামেলা হবে কি না সেটার অনেকটাই নির্ভর করে নানা গ্রহের অবস্থানের উপর।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২
Share:

—প্রতীকী ছবি।

পুজো যেমন বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে কাটানোর উৎসব, তেমনই মনের মানুষটির সঙ্গে একান্তে সময় কাটানোর জন্যও একটা দিন না হলে যেন চলে না। সেই পুজোর মাসেই যদি সম্পর্কে ঝামেলার সম্মুখীন হতে হয় তা হলে মন ভারাক্রান্ত হয়ে পড়াই স্বাভাবিক। তবে ঝামেলা হবে কি না সেটার অনেকটাই নির্ভর করে নানা গ্রহের অবস্থানের উপর। বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রের সঙ্গে কোন গ্রহের কেমন সম্পর্ক রয়েছে তা জানা গেলেই অনেকটা ধারণা পাওয়া যায় যে আগামী দিনগুলি কেমন যেতে পারে। সেই বিষয়ে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। সেপ্টেম্বরে কোন রাশির প্রেমভাগ্যে কী রয়েছে দেখে নিন।

Advertisement

মেষ রাশি: মেষের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় দাম্পত্য জীবনে শুভ ফল লাভ করবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

বৃষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী বৃষ রাশির জাতকদের বৈবাহিক জীবনে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

Advertisement

মিথুন রাশি: পুজোর মাসে মিথুনের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকায় খুবই শুভ ফল লাভ করবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।

কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শুভ গ্রহের দৃষ্টি সম্পর্ক কর্কটকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশি: সিংহের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় বৈবাহিক জীবন সুখের হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তি হবে।

কন্যা রাশি: সেপ্টেম্বরে কন্যার দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকার ফলে সুফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও, পরবর্তী ভাগ আশানুরূপ না।

তুলা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক তুলার জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনে শুভ পরিবর্তন আনবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তি হবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিকেরা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে দাম্পত্যসুখে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রবল। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: সেপ্টেম্বরে ধনুর দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান শুভ ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ।

মকর রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মকরেরা মাসের প্রথম ভাগে শুভ ফল লাভ করলেও, পরবর্তী ভাগে সুফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও মাসের প্রথম ভাগ শুভ।

কুম্ভ রাশি: কুম্ভের দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান থাকায় বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেম-প্রীতির ক্ষেত্র খুবই শুভ।

মীন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকায় মীনের দাম্পত্যসুখ প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও মাসের প্রথম ভাগ শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement