—প্রতীকী ছবি।
এই বছর সেপ্টেম্বরেই পুজো। তা-ও আবার একদম শেষে গিয়ে ঢাকের গায়ে কাঠি পড়বে। ফলত কমবেশি সকলের কপালেই চিন্তার ভাঁজ পড়েছে পুজোয় ঘোরার টাকা থাকবে কি না। মাসের শেষে গিয়ে প্রায় সকলেরই টাকাপয়সার টানাটানি হয়। দুর্গা পুদো মানেই বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে নামিদামী রেস্তরায় খেতে যাওয়া, রাত জেগে ঠাকুর দেখা প্রভৃতি আরও কত কী! এসবে পকেটের উপর একটা চাপ তো পড়েই। তাই সময় থাকতেই জেনে নিন পুজোর মাসে আপনার আয়ের ভাগ্য কী বলছে।
সেপ্টেম্বরের আয়ক্ষেত্র:
মেষ রাশি: পুজোর মাসে মেষের আয়ক্ষেত্রে রাহুর অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। আয়ের ক্ষেত্রে খুবই শুভ ফল লাভ করবেন। মাসের দ্বিতীয় ভাগে সুফল বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: বৃষ রাশির আয়ক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক থাকায় সুফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম। মাসের প্রথম থেকেই বুঝে খরচ করতে হবে।
মিথুন রাশি: সেপ্টেম্বরে মিথুনের আয়ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকায় শুভ ফল পাবেন। চিন্তার কোনও কারণ দেখা যাচ্ছে না।
কর্কট রাশি: কর্কটের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে বিভিন্ন জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। সতর্ক থাকা বাঞ্ছনীয়।
সিংহ রাশি: আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান সিংহ রাশিকে শুভ ফল দান করবে। নিশ্চিন্ত থাকুন।
কন্যা রাশি: কন্যার আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম।
তুলা রাশি: সেপ্টেম্বরে তুলার আয়ক্ষেত্রে কেতুর অবস্থান থাকায় বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হবে। অর্থের টানাটানির মুখে পড়তে হতে পারে। বুঝে খরচ করুন।
বৃশ্চিক রাশি: বৃশ্চিকের আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। আয়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম, বিভিন্ন জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।
ধনু রাশি: পুজোর মাসে ধনুর আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় অর্থভাগ্য খুব ভাল থাকবে বলে মনে করা হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই।
মকর রাশি: আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মকর রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। খরচের ব্যাপারে সচেতন থাকুন।
কুম্ভ রাশি: কুম্ভের আয়ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকায় দারুণ ফল লাভ করবেন। নানা দিক থেকে আয়ের সুযোগ পাবেন। সেগুলিকে কাজে লাগান।
মীন রাশি: সেপ্টেম্বরে মীনের আয়ক্ষেত্রের সঙ্গে শুভ গ্রহের দৃষ্টি সম্পর্ক থাকায় মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগে বেশি ভাল ফল পাবেন। পরবর্তী ভাগে শুক্রের রাশি পরিবর্তনে ফলের পরিবর্তন ঘটবে।