—প্রতীকী ছবি।
নিমপাতার গুণ সম্বন্ধে আমাদের প্রায় সকলেরই জানা। ত্বকের সমস্যা থেকে পেটের সমস্যা, সকল সমস্যারই সহজ সমাধান এই পাতার কাছে রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে এই পাতার গুণাগুণ সম্বন্ধে নানা তথ্যের কথা উল্লেখ রয়েছে। তবে জ্যোতিষশাস্ত্রেও যে এই পাতা অনেক কার্যকারী তা কি আগে জানতেন? আমাদের শুয়ে পড়া ভাগ্যকে জাগিয়ে তুলতে সাহায্য করে নিমপাতা। তবে গাছ থেকে তুলে আনা টাটকা নিমপাতা ব্যবহার করলেই উপকার পাবেন। আগে থেকে তুলে রাখা বাসি নিমপাতা ব্যবহার করে কোনও লাভ হবে না। জেনে নিন কী ভাবে।
নিমপাতা ও গাছের গুণাগুণ:
১. রোজ সকালে গাছ থেকে নিমপাতা তুলে এনে মা কালীকে নিবেদন করুন। এরই সঙ্গে কালীমন্ত্র জপ করতে হবে। টানা ১১ দিন এই কাজ করলে বেহাল ভাগ্যের হাল ফিরবে। সংসারের উপর থাকা অশান্তির কালো মেঘ কেটে যাবে। একই সঙ্গে মুখ তুলবে অর্থভাগ্য।
২. নিমগাছ শনির নজর থেকে বাঁচাতে কার্যকরী। নিমকাঠের তৈরি মালা গলায় পড়লে শনির কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। এ ছাড়া নিমগাছের কাঠ দিয়ে যজ্ঞ করলেও ভাল ফল মেলে। শনিদেব তুষ্ট হন।
৩. বাড়ির নেগেটিভ শক্তি কাটাতে কয়েকটি নিমপাতা জলে ফুটিয়ে নিয়ে সেই জল দিয়ে ঘর মুছতে হবে। এতে বাস্তুর নেগেটিভ শক্তি দূর হবে। সেই জল বাড়ির চারপাশে ছিটিয়েও দিতে পারেন। এতেও ভাল কাজ হবে।
৪. জন্মছকে রাহু-কেতু খারাপ অবস্থায় থাকলেও কাজে আসে নিমপাতা। জলে বেশ কয়েকটা নিমপাতা নিয়ে ফোটাতে হবে। তার পর সেই জল ঠান্ডা করে তা দিয়ে স্নান করতে হবে। এতে রাহু-কেতুর খারাপ প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে।
৫. প্রতি দিন নিয়ম করে নিমগাছের গোড়ায় জল দিলেও ভাগ্যের উন্নতি হয়। দু’হাত মেলে আশীর্বাদ করেন হনুমানজি।