ছবি: এআই।
সোনা হোক বা রুপো, উভয় ধাতু দিয়ে তৈরি গয়নাই আমাদের মনের অনেক কাছের। বিশেষ করে সোনার গয়নার মাহাত্ম্যই আলাদা। আজকাল সোনার যা দাম, একটা ছোট সোনার নাকছাবিও তাই এখন অমূল্য ধনের সমান। কিন্তু অনেক সময়ই খামখেয়ালিপনার জন্য হোক বা ভুলবশত, আমরা সোনার গয়না হারিয়ে ফেলি। রুপোর গয়না এ ক্ষেত্রে বেশি হারাই। কারণ, সেটির মূল্য তুলনামূলক কম। তাই সেটির কদরও আমাদের কাছে খানিকটা কম। কিন্তু গয়না যে ধাতুরই তৈরি হোক না কেন সেটি হারানো মানে যেমন আর্থিক ক্ষতি, তেমনই ভাগ্যেরও ক্ষতি। গয়না হারানোর কুফল অনেক।
কোন গয়না হারালে কী হয়?
পায়ের নূপুর: পায়ের নূপুর হারানো অত্যন্ত অশুভ। বাঁ পায়ের নূপুর হারালে কোনও দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হয়। অন্য দিকে, ডান পায়ের নূপুর হারালে হতে পারে সম্মানহানি। তাই নূপুর পরলে সর্বদা সতর্ক থাকতে হবে যাতে সেটি ভুলবশত খুলে পড়ে না যায়।
চুড়ি: হাতের চুড়ি হারালে ভাগ্যে আর্থিক দুর্দশা নেমে আসে বলে মনে করা হয়। এর ফলে সংসারে অভাব-অনটন শুরু হয়। বহু চেষ্টা করেও অর্থসমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না।
হার: হার সোনারই হোক বা রুপোর, সেটি হারালে ভাগ্যে দুর্দশা নেমে আসে। শারীরিক দিক দিয়ে ভোগান্তির মুখে পড়তে হয়। এরই সঙ্গে আর্থিক সঙ্কটও পিছু ছাড়তে চায় না।
টিকলি: টিকলি হারালে মানসিক অবসাদে ভোগার আশঙ্কা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা যদিও নেই।
দুল: সোনা বা রুপো, যে কোনও ধাতু দিয়ে তৈরি দুল হারালে বুঝতে হবে শীঘ্রই কোনও মনখারাপ করা খবর পেতে চলেছেন। বিশেষ করে, সোনার কানের দুল হারানো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।